Nojoto: Largest Storytelling Platform

হে ভৈরবী ! তুমি কেউনা এ জগতের ! তুমি কুয়োর ব্যা

হে ভৈরবী !

তুমি কেউনা এ জগতের !

তুমি কুয়োর ব্যাঙ , শঙ্খচিল

নিজের মালিক !

তুমি বাধনহীন , অচিনপাখি 

একলা শালিক !

তুমি কেউনা এ জগতের !

তুমি পথের ধুলা , চারানা পয়সা

নিটল পুকুর ।

তুমি বটের নিচে শুয়ে থাকা

একলা কুকুর !

তুমি ঘরে- বাইরে লুটিয়ে পরা

ক্লান্ত দুপুর ।

হে ভৈরবী, তুমি কেউনা এ জগতের !

তুমি বাতাসা জল 

একটু পান্তা ভাত ।

তুমি পেটের দায়ে

বাড়ানো দুটো হাত ।

তুমি সবার দ্বারে 

ভুলে ধর্ম - জাত ।

তুমি ঘাম ঝরিয়ে

লুকাও অশ্রুপাত । #saint #free #divine #boy #water #poor  SingerRahulOfficial (CharmingCreationRahul)  milli अंकित कुमार ✍️  pooja yadav itz mahi
হে ভৈরবী !

তুমি কেউনা এ জগতের !

তুমি কুয়োর ব্যাঙ , শঙ্খচিল

নিজের মালিক !

তুমি বাধনহীন , অচিনপাখি 

একলা শালিক !

তুমি কেউনা এ জগতের !

তুমি পথের ধুলা , চারানা পয়সা

নিটল পুকুর ।

তুমি বটের নিচে শুয়ে থাকা

একলা কুকুর !

তুমি ঘরে- বাইরে লুটিয়ে পরা

ক্লান্ত দুপুর ।

হে ভৈরবী, তুমি কেউনা এ জগতের !

তুমি বাতাসা জল 

একটু পান্তা ভাত ।

তুমি পেটের দায়ে

বাড়ানো দুটো হাত ।

তুমি সবার দ্বারে 

ভুলে ধর্ম - জাত ।

তুমি ঘাম ঝরিয়ে

লুকাও অশ্রুপাত । #saint #free #divine #boy #water #poor  SingerRahulOfficial (CharmingCreationRahul)  milli अंकित कुमार ✍️  pooja yadav itz mahi
sataniksil2455

Satanik Sil

New Creator