বৃষ্টি বড় একা করে আমায় একা একটা মন বৃষ্টি ধুয়ে দেয়। তুমিও ছুঁয়ে দেখো বৃষ্টি কোনোদিন (দেখো) তুমিও হারাবে মন একায় একায়। #bengali #bengali_poem #rain #rainingtoday #rainspeaks #rainfeel