Nojoto: Largest Storytelling Platform

একটা আস্ত নিয়ম নিয়ে চলি , গাছ পাতার মতো ঝড়ে পড

একটা আস্ত নিয়ম নিয়ে চলি , 
গাছ পাতার মতো ঝড়ে পড়া নেই সেখানে ।
চেনা শিউলী ফুলের গায়ে দৃষ্টিকোণ ,
সাদা রঙ তাদের অধিকার জন্ম , ঠিক নদীর মতো ।

সন্ধ্যে নামলে ফেরা হয় ,
আমি তাদের বয়ে চলা দেখি ,
ভেজা ঘুড়ি রাস্তার মোড়ে , আমার ইচ্ছে টানে ,
কান পেতে শুনি , অঘোরে ঘুমুচ্ছে জীবন ।
বয়ে নিয়ে যাওয়া , তা কখনই ছিলনা ,
নদী ভেঙে নিয়ে যায় , আমার নিয়ম মেনে ।


                                            
                                            [ নদী । শুভ সরকার ] [ নদী । শুভ সরকার ]
[ ৩০ বৈশাখ, ১৪২৯ বঙ্গাব্দ ]

•
•
•
#yqbaba
#yqdada
একটা আস্ত নিয়ম নিয়ে চলি , 
গাছ পাতার মতো ঝড়ে পড়া নেই সেখানে ।
চেনা শিউলী ফুলের গায়ে দৃষ্টিকোণ ,
সাদা রঙ তাদের অধিকার জন্ম , ঠিক নদীর মতো ।

সন্ধ্যে নামলে ফেরা হয় ,
আমি তাদের বয়ে চলা দেখি ,
ভেজা ঘুড়ি রাস্তার মোড়ে , আমার ইচ্ছে টানে ,
কান পেতে শুনি , অঘোরে ঘুমুচ্ছে জীবন ।
বয়ে নিয়ে যাওয়া , তা কখনই ছিলনা ,
নদী ভেঙে নিয়ে যায় , আমার নিয়ম মেনে ।


                                            
                                            [ নদী । শুভ সরকার ] [ নদী । শুভ সরকার ]
[ ৩০ বৈশাখ, ১৪২৯ বঙ্গাব্দ ]

•
•
•
#yqbaba
#yqdada
shuvosarkar1619

Shuvo Sarkar

New Creator

[ নদী । শুভ সরকার ] [ ৩০ বৈশাখ, ১৪২৯ বঙ্গাব্দ ] • • • #yqbaba #yqdada #philosophy #বাংলা #bestyqbengaliquotes #অনুভূতি_দের_শুভ #দাদার_কথোপকথন৩৫