পুরোনো সব স্মৃতির ভাঁজে ভাঁজে আজ কেমন যেন মরচে ধরেছে, অতীতের স্বপ্নচারণে এই বর্তমানে থেকেও কিছুটা আলো আবার কিছুটা ঝাপসা অন্ধকার মনে হয়; মান আর অভিমানের পারদ আজ ব্ড্ড অল্প। যত অনুভূতির দল সব যেন থমকে যাচ্ছে ভাবনার শেষ সীমান্তে এসে, বয়ে আসা বৃষ্টির নোনা জল মিশেছে চোখের গভীর ক্ষতে ! ক্ষত আর বিক্ষতের হিসেব আজ যেন বেমালুম সব যেন ভেজাল, তবুও তুই, তোর থেকেই সান্তির ভিক্ষা চাই!, শব্দ শেষে, ডায়রির ভিজে যাওয়া শেষ পাতায় আবছা অস্পষ্ট করে লেখা শুধু — ইতি, তুই নাহয় ভালো থাকিস ... #তবুওতুই #yqdada #অনুভূতি_দের_শুভ #collob