সংসার বুনে যাই , অভ্যেসে , টুকরো , আলগা কক্ষপথ । জানালা বেয়ে যায় , খোলা অভিশাপ , অন্ধ হয়ে কয়েক খ্রিস্টাব্দ , প্রাচীন ভিটে । খামখেয়ালী , ঈশ্বর , বিশ্বাস ছিনিয়ে নিয়ে — কুড়ে কুড়ে খায় চাপা শব্দে । হাত বাড়ানো , কড়া নাড়া — সেই শতাব্দী , সেই ভিটে , শেষে মিলে যাওয়া , নিয়ম । কড়া পড়ে , ক্ষয় হয় দরজা — খুলে দাও , এবার খুলে দাও ! নিয়ম মেনে ঈশ্বর এলেন । [ ঈশ্বর । শুভ সরকার ] [ ঈশ্বর । শুভ সরকার ] •• •• #yqdada #yqbaba