#শব্দের মৌচাক......... আমি শব্দের মৌচাকে, খুঁজে পেয়েছি তোমাকে, সাধনার মধু রস হতে জন্ম,বর্ষ সাধনার ফল রুপে, ঝরে ঝরে পরে ঝর্নার মতো, অকূল ধারা অঝোরে, শব্দের সেই, 'ক', 'খ' , দিয়ে সাজায় আমি যে তারে। মধুময় শরীরের শব্দরা বলে কথা, নেশাময় জীবনে, মধুর ফোঁটা বিন্দু দিয়ে, গড়া হবে মধুর এক ভান্ড, মধু রসের সঞ্জিবন,সজীবতা এই জ্যান্ত শরীরে, অন্তরালের সেই অনন্ত নেশা, যদি যায় উতলে, সর্বনাশের এক ঝড় হবে, সব কিছু ভেঙেচুরে, হাওয়াতে জ্যান্ত শরীরের অনুভব, জাগ্ৰত হয়ে, মিশে যায় শরীর, হাওয়ারি সাথে অপরুপ অনুভবে। খসে পরে, লোম শরীরের তপ্ত আগুনের নেশায়, ভাসিয়ে দেয়, এক শরীর সুখের, মহা ঠিকানায়। খসে পরে অদৃশ্য পরাগ রেনু, ক,খ, শব্দের সাথে, ভালোবাসার প্রিয়া তৈরি হয়, বর্ণমালার রুপে, কবি যদি ভাবনায় পায় খুঁজে, কবিতা সাধনাতে, তবে কবি ধন্য হয়, তার কবিতার নায়কা দিয়ে। জন্ম তার হাতে শুধু, সারা জনমের সাধনার নারী, জীবনের পূর্ণতা পায় তখন কবি ভালোবাসার মাঝে, জ্যান্ত নারী তখন তুচ্ছ হয়, কবির সংসার জীবনে, তাই কবির প্রেমের ইতিহাস থাকে ভাঙা গড়ার মাঝে। #বাপি সরকার..... ©Bapi Sarkar #freebird