Nojoto: Largest Storytelling Platform

●প্ল্যানচেট● --- বেশ কিছু চেনা ঠোঁটের আদর, যতনে রা

●প্ল্যানচেট●
---
বেশ কিছু চেনা ঠোঁটের আদর,
যতনে রাখা ভালোবাসার টান--
পেরিয়ে মন তখন আলো আঁধারের 
সূক্ষ্ম পর্দা ভেদ করে অন্য জগতে।

শরীরতন্ত্রে তখন আর 
হাওয়া খেলে না, শোণিত তড়িৎ বয় না।
দম দেওয়া পুতুলের খোলশটি--
হয় পুড়ে ছাই নয় দাফনের মাটি।

হঠাৎ কায়াহীন শরীর,
ওপার থেকেআবার পেল ডাক--
ও হে! ফিরে এসোওও,
 আমরা এখনও তোমার থেকে
উত্তর চাই অনেক প্রশ্নের,
তাই তো অন্ধকারে প্রজ্জ্বলিত প্যারাফিন!

মুক্তি মিলল না এখনও! #planchet
●প্ল্যানচেট●
---
বেশ কিছু চেনা ঠোঁটের আদর,
যতনে রাখা ভালোবাসার টান--
পেরিয়ে মন তখন আলো আঁধারের 
সূক্ষ্ম পর্দা ভেদ করে অন্য জগতে।

শরীরতন্ত্রে তখন আর 
হাওয়া খেলে না, শোণিত তড়িৎ বয় না।
দম দেওয়া পুতুলের খোলশটি--
হয় পুড়ে ছাই নয় দাফনের মাটি।

হঠাৎ কায়াহীন শরীর,
ওপার থেকেআবার পেল ডাক--
ও হে! ফিরে এসোওও,
 আমরা এখনও তোমার থেকে
উত্তর চাই অনেক প্রশ্নের,
তাই তো অন্ধকারে প্রজ্জ্বলিত প্যারাফিন!

মুক্তি মিলল না এখনও! #planchet