Nojoto: Largest Storytelling Platform

Body Shaming ভাগ্যশ্রী বিষ্টু তোমার

Body Shaming 
            ভাগ্যশ্রী বিষ্টু

তোমার সৌন্দর্য তোমার মধ্যে 
তোমার আত্মায় তার প্রকাশ, 
তবুও তোমার চোখ ছলছল, 
কিসের এত অবকাশ ?

তোমার আকাশে মেঘ জমছে 
তোমার আকৃতির জন্য, 
তাই তুমি মূল্য হারিয়েছ, 
হয়েছ, নিজের কাছেই পণ্য।

তোমার স্থূলতা তোমার কাছে 
ভীষণভাবে লজ্জা, 
খাওয়া-দাওয়া প্রায় বন্ধ, 
বারণ সাজসজ্জা।

আবার কখনো কালো বলে 
নিভেছে তোমার আলো,
বিশ্বাস করো, কালো রঙে 
মানায় তোমায় ভালো।

কখনো আবার ব্রণের দাগে, 
নামে, তোমার জীবনে বর্ষণ,
মিথ্যে কেন লজ্জাবোধ?
এ তো তোমার যৌবনের নিদর্শন।

আচ্ছা, তোমার উচ্চতাটা কত?
ও মা! ভীষণ বেটে,
'ভাবছি নতুন শতাব্দীটার 
কপালে কী জোটে!'

আরও অনেক বিষয় তোমার 
কেড়ে নেয় রাতের ঘুম, 
দিনের সূর্য অস্ত যায়, 
রাত্রি নিঝুম ।

চেয়ে দেখো, একবার তুমি 
নিজ মনের প্রতি, 
গর্ব করো, নিজের ওপর 
অসাধারণ তোমার কৃতি।

তোমার মধ্যে রয়েছে এক 
সুন্দর প্রতিভা, 
মনে রেখো, সেটাই তোমার সৌন্দর্য, 
মনে রেখো, সদা-সর্বদা ।

মোটা, কালো, বেটে, 
ব্রণ আর চেহারার ভাঁজ,
তোমার নিজেকে অপরাধী মনে হওয়ায় 
দায়ী -আমরা, দায়ী -সমাজ।

তুমিও জানো, এগিয়ে যাওয়া সমাজ 
এখনও কতটা অবোধ, 
তবু সমাজের কাছে আমার,
একটাই অনুরোধ ---

সুন্দরের সৌন্দর্য সুন্দরভাবে দেখো,
অন্তরের সৌন্দর্যকে প্রাধান্যে রাখো,
হৃদয়কে মূল্য দিয়ে, বাইরেটা করো মূল্যহীন,
ভালো লাগবে দেখো, ঘুছিয়ে BODY SHAMING.






.

©Bhagyasri Bistu Body Shaming 

#leaf
Body Shaming 
            ভাগ্যশ্রী বিষ্টু

তোমার সৌন্দর্য তোমার মধ্যে 
তোমার আত্মায় তার প্রকাশ, 
তবুও তোমার চোখ ছলছল, 
কিসের এত অবকাশ ?

তোমার আকাশে মেঘ জমছে 
তোমার আকৃতির জন্য, 
তাই তুমি মূল্য হারিয়েছ, 
হয়েছ, নিজের কাছেই পণ্য।

তোমার স্থূলতা তোমার কাছে 
ভীষণভাবে লজ্জা, 
খাওয়া-দাওয়া প্রায় বন্ধ, 
বারণ সাজসজ্জা।

আবার কখনো কালো বলে 
নিভেছে তোমার আলো,
বিশ্বাস করো, কালো রঙে 
মানায় তোমায় ভালো।

কখনো আবার ব্রণের দাগে, 
নামে, তোমার জীবনে বর্ষণ,
মিথ্যে কেন লজ্জাবোধ?
এ তো তোমার যৌবনের নিদর্শন।

আচ্ছা, তোমার উচ্চতাটা কত?
ও মা! ভীষণ বেটে,
'ভাবছি নতুন শতাব্দীটার 
কপালে কী জোটে!'

আরও অনেক বিষয় তোমার 
কেড়ে নেয় রাতের ঘুম, 
দিনের সূর্য অস্ত যায়, 
রাত্রি নিঝুম ।

চেয়ে দেখো, একবার তুমি 
নিজ মনের প্রতি, 
গর্ব করো, নিজের ওপর 
অসাধারণ তোমার কৃতি।

তোমার মধ্যে রয়েছে এক 
সুন্দর প্রতিভা, 
মনে রেখো, সেটাই তোমার সৌন্দর্য, 
মনে রেখো, সদা-সর্বদা ।

মোটা, কালো, বেটে, 
ব্রণ আর চেহারার ভাঁজ,
তোমার নিজেকে অপরাধী মনে হওয়ায় 
দায়ী -আমরা, দায়ী -সমাজ।

তুমিও জানো, এগিয়ে যাওয়া সমাজ 
এখনও কতটা অবোধ, 
তবু সমাজের কাছে আমার,
একটাই অনুরোধ ---

সুন্দরের সৌন্দর্য সুন্দরভাবে দেখো,
অন্তরের সৌন্দর্যকে প্রাধান্যে রাখো,
হৃদয়কে মূল্য দিয়ে, বাইরেটা করো মূল্যহীন,
ভালো লাগবে দেখো, ঘুছিয়ে BODY SHAMING.






.

©Bhagyasri Bistu Body Shaming 

#leaf