Nojoto: Largest Storytelling Platform

—আবার, এখানে পাতা পড়া শুরু হলো। এই হলদেটে সময়টা

—আবার, এখানে পাতা পড়া শুরু হলো। 
এই হলদেটে সময়টা বড্ডো একা লাগে, 
খুব ডিপ্রেসিং লাগে, রে! 


—ওরে আমার মেলাঙ্কলিক! 
দেখ, হলুদ মানে, পুস্মি রঙের বসন্ত, 
আর আমার এখানে তো নতুন 
শাড়ি আর পাঞ্জাবির গন্ধ ম-ম করছে। 
একটু কম কম চিন্তা কর। 
এটা প্রেমের সিজন, বস্! 
যে প্রবাসীরা western continent- গুলিতে autumn বা শরৎ কাটায়, তারা জানে হলদেটে fall টা কেমন। But, after all আমরা বাঙালি, শরৎ একেবারে অন্যরকম, পুরো আনন্দের মরসুম, তাই না?

#tdd_bengali #yqdada #দাদার_কথোপকথন৩
—আবার, এখানে পাতা পড়া শুরু হলো। 
এই হলদেটে সময়টা বড্ডো একা লাগে, 
খুব ডিপ্রেসিং লাগে, রে! 


—ওরে আমার মেলাঙ্কলিক! 
দেখ, হলুদ মানে, পুস্মি রঙের বসন্ত, 
আর আমার এখানে তো নতুন 
শাড়ি আর পাঞ্জাবির গন্ধ ম-ম করছে। 
একটু কম কম চিন্তা কর। 
এটা প্রেমের সিজন, বস্! 
যে প্রবাসীরা western continent- গুলিতে autumn বা শরৎ কাটায়, তারা জানে হলদেটে fall টা কেমন। But, after all আমরা বাঙালি, শরৎ একেবারে অন্যরকম, পুরো আনন্দের মরসুম, তাই না?

#tdd_bengali #yqdada #দাদার_কথোপকথন৩