Nojoto: Largest Storytelling Platform

গঙ্গার ধারে সেই প্রেমনগর মাঠ কবে যেন হয়ে গেছে লোপ

গঙ্গার ধারে সেই প্রেমনগর মাঠ
কবে যেন হয়ে গেছে লোপাট।
দুব্বো ঘাসের সেই চটি
মুছে গেছে আমার আলতাপাটি।
পুরোনো বাড়ির সামনে সেই রক
উধাও এখন, আধুনিকতার সখ।
শহরের অন্ধকার গলিতে এখন প্রেমালাপ বন্ধ
এলাকা দখলের লড়াই আর বারুদের গন্ধ।
 #বন্দীস্মৃতিরএশহরে 
#collab 
#challenge 
#yqdada
গঙ্গার ধারে সেই প্রেমনগর মাঠ
কবে যেন হয়ে গেছে লোপাট।
দুব্বো ঘাসের সেই চটি
মুছে গেছে আমার আলতাপাটি।
পুরোনো বাড়ির সামনে সেই রক
উধাও এখন, আধুনিকতার সখ।
শহরের অন্ধকার গলিতে এখন প্রেমালাপ বন্ধ
এলাকা দখলের লড়াই আর বারুদের গন্ধ।
 #বন্দীস্মৃতিরএশহরে 
#collab 
#challenge 
#yqdada

#বন্দীস্মৃতিরএশহরে #Collab #Challenge #yqdada