Nojoto: Largest Storytelling Platform

স্বপ্ন তোমার স্বপ্নের রঙে রাঙানো আমার হৃদয়, তুম

স্বপ্ন 

তোমার স্বপ্নের রঙে
রাঙানো আমার হৃদয়,
তুমি যেন এক আকাশ,
আমার রাতের জোছনা।

তোমার স্বপ্নের বাগানে
ছড়ানো আমার ভালোবাসা,
তুমি যেন এক নদী,
আমার শান্তির আস্তানা।

তোমার স্বপ্নের রূপকথায়
দেখি আমাদের ভবিষ্যৎ,
তুমি যেন রোমান্টিক গল্প,
আমার জীবনের আশা।

তোমার স্বপ্নের সাগরে 
মিশে যায় আমার স্বপ্ন,
তুমি যেন এক নক্ষত্র,
আমার আকাশের আলো।

তোমার স্বপ্নের ঘ্রাণে
ভরা আমার এই নিশ্বাস,
তুমি যেন এক ফুল,
আমার বাগানের সৌন্দর্য।

©Aiub Khan
  #chaandsifarish #স্বপ্ন #কবিতা_আবৃত্তি #অমর_কথা #আইয়ুর_খান
aiubkhan7808

Aiub Khan

Bronze Star
New Creator

#chaandsifarish #স্বপ্ন #কবিতা_আবৃত্তি #অমর_কথা #আইয়ুর_খান

126 Views