Nojoto: Largest Storytelling Platform

জানি না? জানি না, কী লুকিয়ে আছে এই সবুজের গন্ধে?

জানি না?

জানি না, কী লুকিয়ে আছে এই সবুজের গন্ধে?
যাতে মজে যাই মোর মন।
জানি না, কী লুকিয়ে আছে এই বৃষ্টি-র ছন্দে?
যাতে মজে যাই মোর মন।
জানি না, কী লুকিয়ে আছে এই রামধনু র রঙ্গে?
যার মায়াজালে যাই ডুবে
আর মজে যাই মোর মন।
খুঁজতে চাই এই পৃথিবীর,এই প্রকৃতির রহস্য
যাতে পড়ে যাই এক অবাক দ্বন্দ্বে।
জানি না, সেই দ্বন্দ্বেও কী আনন্দ খুঁজে পায়?
যাতে মজে যাই মোর মন।

                                                - চিত্তরঞ্জন দাস   
                                               (Unknown One) #NojotoQuote জানি না?
#bengalipoetry #prokriti #prithibi
জানি না?

জানি না, কী লুকিয়ে আছে এই সবুজের গন্ধে?
যাতে মজে যাই মোর মন।
জানি না, কী লুকিয়ে আছে এই বৃষ্টি-র ছন্দে?
যাতে মজে যাই মোর মন।
জানি না, কী লুকিয়ে আছে এই রামধনু র রঙ্গে?
যার মায়াজালে যাই ডুবে
আর মজে যাই মোর মন।
খুঁজতে চাই এই পৃথিবীর,এই প্রকৃতির রহস্য
যাতে পড়ে যাই এক অবাক দ্বন্দ্বে।
জানি না, সেই দ্বন্দ্বেও কী আনন্দ খুঁজে পায়?
যাতে মজে যাই মোর মন।

                                                - চিত্তরঞ্জন দাস   
                                               (Unknown One) #NojotoQuote জানি না?
#bengalipoetry #prokriti #prithibi