Nojoto: Largest Storytelling Platform

একটা সময় তুই আমার কাছে বড্ড স্পেশাল ছিলি রে, এখনও

একটা সময় তুই আমার কাছে বড্ড স্পেশাল ছিলি রে,
এখনও স্পেশালই আছিস 
তবে
'আমার এই আমি'টা বদলে গেছে।।
একটা সময়,
এই ডিসেম্বরেই নিউইয়ারসৃ গ্রিটিংস কেনার জন্য পাগলের মত হন্যে হয়ে ঘুরত দোকান হতে দোকানে...
কেন জানিস?
---শুধু মাত্র তোর জন্য!
হ্যাঁ রে,
শুধু তোর জন্যই
আমার এই
আমি'টাই হয়েছিল এতটা বন্য।
ভালোবাসায় আদিমতার ছবি আঁকতে চেয়েছিল, আলতামিরার মতই...
বিশ্বাস কর,
এতটাই বন্য ছিল সেই আমার আমি,
ভালোবাসা ছাড়া আর কোন ভাষাই বুঝতো না সে।
আজ বোঝে,
বোঝে বলেই হয়তো তীর ধনুক ছেড়ে হাতে কলম তুলে নিয়েছে,
বিরহ-ভালোবাসা'র কবিতা লিখবে বলে...

✍️কলমে আমি---Jit Sah #তোর আমি
একটা সময় তুই আমার কাছে বড্ড স্পেশাল ছিলি রে,
এখনও স্পেশালই আছিস 
তবে
'আমার এই আমি'টা বদলে গেছে।।
একটা সময়,
এই ডিসেম্বরেই নিউইয়ারসৃ গ্রিটিংস কেনার জন্য পাগলের মত হন্যে হয়ে ঘুরত দোকান হতে দোকানে...
কেন জানিস?
---শুধু মাত্র তোর জন্য!
হ্যাঁ রে,
শুধু তোর জন্যই
আমার এই
আমি'টাই হয়েছিল এতটা বন্য।
ভালোবাসায় আদিমতার ছবি আঁকতে চেয়েছিল, আলতামিরার মতই...
বিশ্বাস কর,
এতটাই বন্য ছিল সেই আমার আমি,
ভালোবাসা ছাড়া আর কোন ভাষাই বুঝতো না সে।
আজ বোঝে,
বোঝে বলেই হয়তো তীর ধনুক ছেড়ে হাতে কলম তুলে নিয়েছে,
বিরহ-ভালোবাসা'র কবিতা লিখবে বলে...

✍️কলমে আমি---Jit Sah #তোর আমি