Nojoto: Largest Storytelling Platform

আমাদের পারতেই হবে। ১৫ আগস্ট এ আমাদের দেশভক্তি

     আমাদের পারতেই হবে। ১৫ আগস্ট এ আমাদের দেশভক্তি শীর্ষে থাকে, আমরা যে নিষ্ঠাবান দেশভক্ত তার পরিচয় দিতে ক্ষণিকের জন্য সজাগ হয়ে উঠি। তারপর আবারো ফিরে যাই জীবনের মূল স্রোতে আর ভুলে যাই সমাজের প্রতি, দেশের প্রতি যত্নশীল হতে।
আমরা সাধারণ মানুষেরা বলতে ভয় পাই না যে দেশের জন্য জীবনও দিতে রাজি আছি, কিন্তু ওই যখন সময় এসেছে জীবন দিতে নয় বরং জীবন বাঁচাতেই নিজেকে একটু একঘরে করে রাখার তখন আমরা পারছি না।

কিছুজন বলছেন-
▪️আরে এতদিন ঘর থেকে না বেরিয়ে থাকা, না না তা আমার দ্বারা সম্ভব না।
▪️গলির মোড়ে বিকেলে একটু বন্ধুদের সাথে আড্ডা না দিলে কী ভালো লাগে বল!

আর সবচেয়ে মহান উক্তি-▪️আরে না না করোনা ভাইরাস এই এইসব আমাদের হবে না।
     আমাদের পারতেই হবে। ১৫ আগস্ট এ আমাদের দেশভক্তি শীর্ষে থাকে, আমরা যে নিষ্ঠাবান দেশভক্ত তার পরিচয় দিতে ক্ষণিকের জন্য সজাগ হয়ে উঠি। তারপর আবারো ফিরে যাই জীবনের মূল স্রোতে আর ভুলে যাই সমাজের প্রতি, দেশের প্রতি যত্নশীল হতে।
আমরা সাধারণ মানুষেরা বলতে ভয় পাই না যে দেশের জন্য জীবনও দিতে রাজি আছি, কিন্তু ওই যখন সময় এসেছে জীবন দিতে নয় বরং জীবন বাঁচাতেই নিজেকে একটু একঘরে করে রাখার তখন আমরা পারছি না।

কিছুজন বলছেন-
▪️আরে এতদিন ঘর থেকে না বেরিয়ে থাকা, না না তা আমার দ্বারা সম্ভব না।
▪️গলির মোড়ে বিকেলে একটু বন্ধুদের সাথে আড্ডা না দিলে কী ভালো লাগে বল!

আর সবচেয়ে মহান উক্তি-▪️আরে না না করোনা ভাইরাস এই এইসব আমাদের হবে না।