Nojoto: Largest Storytelling Platform

#HappyInternationalMensDay বিশ্ব পুরুষ দিবস! কথা

#HappyInternationalMensDay 

বিশ্ব পুরুষ দিবস! কথাটা শুনতে বেশ গালভরা। গালভরা এই কারণেই সত্যি কি পুরুষ দিবস বলে কিছু হয়। কারণ কিছু সংখ্যক পুংলিঙ্গ ( শুধু পুংলিঙ্গ বলার কারণ তারা নাতো পুরুষ না মানুষ ) বহনকারীদের ক্রুর চরিত্র, দুশ্চরিত্র, নিষ্ঠুর মানসিকতা, লোভাতুর দৃষ্টি দিয়েই সমগ্র পুরুষ জাতির অধিকাংশ ক্ষেত্রেই বিচার করা হয় কিনা। পুরুষ মানুষ মানেই খারাপ, স্বার্থপর, ইভটিজার, বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠানো, প্রেমে প্রতারক, স্ত্রীর ওপর অত্যাচার আরো নাজানি কতো কিছু সারাবছর তো এগুলোই শুনতে হয়। মাঝে মাঝে মনে হয় "খারাপ" শব্দটার আবিষ্কার হয়তো পুরুষ মানুষকে সম্বোধনের জন্যই সৃষ্টি হয়েছিল।
          
 অথচ সারাবছর অধিকাংশ মানুষদের সেইসব পুরুষ মানুষদের দিকে চোখ যায়না যারা নিজের কথা ভুলে, নিজের স্বপ্নগুলোর বিসর্জন দিয়ে শুধুমাত্র নিজের কাছের মানুষগুলোর জন্য, পরিবারের জন্য, বন্ধুত্বের জন্য আকণ্ঠ নীলকণ্ঠ হয়ে দিনরাত এক করে লড়াই করে চলেছে। ঘুম ভেঙে উঠে চোখ খোলা থেকে শুরু করে, সারাদিনের অক্লান্ত পরিশ্রম করে দিনের শেষে ঘরে ফিরে রাতে বিছানায় পরিশ্রান্ত দেহটাকে ছুঁড়ে ফেলে দিয়ে চোখ বন্ধ করার আগে অব্দি ভেবে যায় কিভাবে সবাইকে ভালো রাখা যায়।

তাই বিশ্ব পুরুষ দিবসের নয় সারাবছরের শুভেচ্ছা বিশ্বের সেইসব "পুরুষ+মানুষ" দের;

- বাবার মৃত্যুর কারণে কৈশোর পেরোনোর আগেই  মা, ছোট ভাইবোনদের বাঁচিয়ে রাখার জন্য, নিজের কৈশোরকে বিসর্জন দিয়ে শিশুশ্রমিক হিসাবে কোনো কারখানায়, চায়ের দোকানে, বা এরকম যেকোনো কাজে খুব যৎসামান্য টাকার বিনিময়ে আজীবনের জন্য নিজেকে বিক্রি করে দেওয়া ভবিষ্যতের সেই পুরুষকে।

- পরিবারের মুখে দুবেলা অন্ন তুলে দেবার জন্য নিজের যোগ্যতা থাকা  সত্ত্বেও, নিজের ভেবে রাখা স্বপ্নের ক্যারিয়ার এর পথ ছেড়ে, মাঝপথে পড়াশোনা ছেড়ে যেকোনো কাজে ঢুকে যাওয়া পুরুষকে।

- শুভেচ্ছা সেই ছেলেকে, যে নিঃস্বার্থভাবে কোনো মেয়েকে ভালোবাসার পরেও, নিজের ক্ষমতার বাইরে গিয়ে মেয়েটার সমস্ত শখ আহ্লাদ পূরণ করার পরেও, যখন সেই মেয়ে বেশি অর্থের জন্য, নিজের স্বার্থসিদ্ধির জন্য ছেলেটাকে ঠকিয়ে বা মিথ্যে প্রতারক বানিয়ে, সমাজের কাছে হাসির খোরাক বা অপরাধী বানিয়ে চলে যায়, তারপরেও ভেতরে যতই রক্তক্ষরণ হোক না কেনো, মুখে একটা কৃত্রিম হাসি ঝুলিয়ে রেখে ছেলেটা এগিয়ে চলে ভবিষ্যতের পথে।

- পরিবারের কথা ভেবে, সারাবছর প্রতিটা মাস ভালোভাবে চালানোর জন্য, তথাকথিত ৯টা-৬টা চাকরি করতে বাধ্য থাকা, নিজের কোনো আলাদা শখ সেটা ব্যবসা, ফোটোগ্রাফি, লেখালেখি যাই হোক না কেন সেগুলো বিসর্জন দিয়ে আত্মসুখ ভুলে, সবার খুশিতে নিজের খুশি খুঁজে নেওয়া সেই পুরুষকেও।

 - শ্রদ্ধা মিশ্রিতো ভালোবাসা শুভেচ্ছা পৃথিবীর  সেই সমস্ত বাবাদের যারা আমাদের দেখা প্রথম নায়ক, প্রথম সত্যিকারের পুরুষ। যারা নিজেদের সমস্ত সুখ, ভালোলাগা ভুলে যায় সন্তানদের ভালোথাকার চাবিকাঠি খুঁজে পেতে। সন্তানদের ভালো রাখার জন্য যারা নিজেদের জীবন বাজি রাখতেও পিছপা হয় না।

          পরিশেষে  শুভেচ্ছা নিজেকেও, কারণ যদি নিজেকেই ভালোবাসতে না পারি, বুঝতে না পারি তাহলে বাকি পুরুষদেরই বা বুঝবো কি করে। এই লেখা হয়তো  শেষ হবেনা এরকম উদাহরণ দিতে দিতে চলতেই থাকবে। সমস্ত কিছুরই ভালোর পাশে খারাপ, আলোর পাশে অন্ধকার দিক থাকবেই। তাই খারাপের সমালোচনার সাথে যদি ভালোর কথাও পুরুষ শুনতে পায় সারাবছর তাহলে হয়তো খুব মন্দ হয়না। কারণ দিনের শেষে পুরুষ ও রক্তমাংসে গড়া একটা মানুষ। রাগ, অভিমান, দুঃখ, কান্না তারও হয়। কিন্তু হায়রে পুরুষ ছোট থেকে যে এটা শুনেই বড়ো হয়ে ওঠা " মর্দ কো দর্দ নেহি হোতা"......

©Ayan Guin
#HappyInternationalMensDay 

বিশ্ব পুরুষ দিবস! কথাটা শুনতে বেশ গালভরা। গালভরা এই কারণেই সত্যি কি পুরুষ দিবস বলে কিছু হয়। কারণ কিছু সংখ্যক পুংলিঙ্গ ( শুধু পুংলিঙ্গ বলার কারণ তারা নাতো পুরুষ না মানুষ ) বহনকারীদের ক্রুর চরিত্র, দুশ্চরিত্র, নিষ্ঠুর মানসিকতা, লোভাতুর দৃষ্টি দিয়েই সমগ্র পুরুষ জাতির অধিকাংশ ক্ষেত্রেই বিচার করা হয় কিনা। পুরুষ মানুষ মানেই খারাপ, স্বার্থপর, ইভটিজার, বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠানো, প্রেমে প্রতারক, স্ত্রীর ওপর অত্যাচার আরো নাজানি কতো কিছু সারাবছর তো এগুলোই শুনতে হয়। মাঝে মাঝে মনে হয় "খারাপ" শব্দটার আবিষ্কার হয়তো পুরুষ মানুষকে সম্বোধনের জন্যই সৃষ্টি হয়েছিল।
          
 অথচ সারাবছর অধিকাংশ মানুষদের সেইসব পুরুষ মানুষদের দিকে চোখ যায়না যারা নিজের কথা ভুলে, নিজের স্বপ্নগুলোর বিসর্জন দিয়ে শুধুমাত্র নিজের কাছের মানুষগুলোর জন্য, পরিবারের জন্য, বন্ধুত্বের জন্য আকণ্ঠ নীলকণ্ঠ হয়ে দিনরাত এক করে লড়াই করে চলেছে। ঘুম ভেঙে উঠে চোখ খোলা থেকে শুরু করে, সারাদিনের অক্লান্ত পরিশ্রম করে দিনের শেষে ঘরে ফিরে রাতে বিছানায় পরিশ্রান্ত দেহটাকে ছুঁড়ে ফেলে দিয়ে চোখ বন্ধ করার আগে অব্দি ভেবে যায় কিভাবে সবাইকে ভালো রাখা যায়।

তাই বিশ্ব পুরুষ দিবসের নয় সারাবছরের শুভেচ্ছা বিশ্বের সেইসব "পুরুষ+মানুষ" দের;

- বাবার মৃত্যুর কারণে কৈশোর পেরোনোর আগেই  মা, ছোট ভাইবোনদের বাঁচিয়ে রাখার জন্য, নিজের কৈশোরকে বিসর্জন দিয়ে শিশুশ্রমিক হিসাবে কোনো কারখানায়, চায়ের দোকানে, বা এরকম যেকোনো কাজে খুব যৎসামান্য টাকার বিনিময়ে আজীবনের জন্য নিজেকে বিক্রি করে দেওয়া ভবিষ্যতের সেই পুরুষকে।

- পরিবারের মুখে দুবেলা অন্ন তুলে দেবার জন্য নিজের যোগ্যতা থাকা  সত্ত্বেও, নিজের ভেবে রাখা স্বপ্নের ক্যারিয়ার এর পথ ছেড়ে, মাঝপথে পড়াশোনা ছেড়ে যেকোনো কাজে ঢুকে যাওয়া পুরুষকে।

- শুভেচ্ছা সেই ছেলেকে, যে নিঃস্বার্থভাবে কোনো মেয়েকে ভালোবাসার পরেও, নিজের ক্ষমতার বাইরে গিয়ে মেয়েটার সমস্ত শখ আহ্লাদ পূরণ করার পরেও, যখন সেই মেয়ে বেশি অর্থের জন্য, নিজের স্বার্থসিদ্ধির জন্য ছেলেটাকে ঠকিয়ে বা মিথ্যে প্রতারক বানিয়ে, সমাজের কাছে হাসির খোরাক বা অপরাধী বানিয়ে চলে যায়, তারপরেও ভেতরে যতই রক্তক্ষরণ হোক না কেনো, মুখে একটা কৃত্রিম হাসি ঝুলিয়ে রেখে ছেলেটা এগিয়ে চলে ভবিষ্যতের পথে।

- পরিবারের কথা ভেবে, সারাবছর প্রতিটা মাস ভালোভাবে চালানোর জন্য, তথাকথিত ৯টা-৬টা চাকরি করতে বাধ্য থাকা, নিজের কোনো আলাদা শখ সেটা ব্যবসা, ফোটোগ্রাফি, লেখালেখি যাই হোক না কেন সেগুলো বিসর্জন দিয়ে আত্মসুখ ভুলে, সবার খুশিতে নিজের খুশি খুঁজে নেওয়া সেই পুরুষকেও।

 - শ্রদ্ধা মিশ্রিতো ভালোবাসা শুভেচ্ছা পৃথিবীর  সেই সমস্ত বাবাদের যারা আমাদের দেখা প্রথম নায়ক, প্রথম সত্যিকারের পুরুষ। যারা নিজেদের সমস্ত সুখ, ভালোলাগা ভুলে যায় সন্তানদের ভালোথাকার চাবিকাঠি খুঁজে পেতে। সন্তানদের ভালো রাখার জন্য যারা নিজেদের জীবন বাজি রাখতেও পিছপা হয় না।

          পরিশেষে  শুভেচ্ছা নিজেকেও, কারণ যদি নিজেকেই ভালোবাসতে না পারি, বুঝতে না পারি তাহলে বাকি পুরুষদেরই বা বুঝবো কি করে। এই লেখা হয়তো  শেষ হবেনা এরকম উদাহরণ দিতে দিতে চলতেই থাকবে। সমস্ত কিছুরই ভালোর পাশে খারাপ, আলোর পাশে অন্ধকার দিক থাকবেই। তাই খারাপের সমালোচনার সাথে যদি ভালোর কথাও পুরুষ শুনতে পায় সারাবছর তাহলে হয়তো খুব মন্দ হয়না। কারণ দিনের শেষে পুরুষ ও রক্তমাংসে গড়া একটা মানুষ। রাগ, অভিমান, দুঃখ, কান্না তারও হয়। কিন্তু হায়রে পুরুষ ছোট থেকে যে এটা শুনেই বড়ো হয়ে ওঠা " মর্দ কো দর্দ নেহি হোতা"......

©Ayan Guin
ayanguin7844

Ayan Guin

Bronze Star
New Creator