Nojoto: Largest Storytelling Platform

একটি শীতের বন, এখন তোমাকে খুঁজছি নম্র রোদে মুখ ডুব

একটি শীতের বন, এখন তোমাকে খুঁজছি নম্র রোদে মুখ ডুবিয়ে ;
স্মৃতিচিহ্ন জন্মজন্মান্তরেও থাকবে বুঝি একইরকম!
কুয়াশার পর্দা ঠেলে এক মুহূর্তে ডাক পাঠায় দুঃখ ঘ্রাণ,
রুক্ষতা বা মাধুর্য স্নিগ্ধ জানলা কাঁচে বারকয়েক
হাত রাখে,
সময় ঢাকে প্রতিটি খসে যাওয়া আলোর উষাকালে---
প্রকৃতি তোমার নিত্যনৈমিত্তিক অক্ষরের কাছে
দেখো আমি কেমন ঋণী আজ, ধূসর হিংসা
পাখনা মেলে নদী সাগরের দূরত্ব বোধ মিটে গেলে,
ওই তো ব্যাকুল বুকের ওঠানামায় অতৃপ্ত গাংচিলের বাদামী শরীরের ছায়া থমকে যায় জলার ধারে,,
আমি দেখছি.... অবুঝ সারিবদ্ধ উক্যালিপটাস
মাথা তুলে স্বর্গ সন্ধানে চাঁদের দরজায় কেমন
পাতা ঝাপটিয়ে কড়া নেড়ে যায়....
 #শীতের বন
একটি শীতের বন, এখন তোমাকে খুঁজছি নম্র রোদে মুখ ডুবিয়ে ;
স্মৃতিচিহ্ন জন্মজন্মান্তরেও থাকবে বুঝি একইরকম!
কুয়াশার পর্দা ঠেলে এক মুহূর্তে ডাক পাঠায় দুঃখ ঘ্রাণ,
রুক্ষতা বা মাধুর্য স্নিগ্ধ জানলা কাঁচে বারকয়েক
হাত রাখে,
সময় ঢাকে প্রতিটি খসে যাওয়া আলোর উষাকালে---
প্রকৃতি তোমার নিত্যনৈমিত্তিক অক্ষরের কাছে
দেখো আমি কেমন ঋণী আজ, ধূসর হিংসা
পাখনা মেলে নদী সাগরের দূরত্ব বোধ মিটে গেলে,
ওই তো ব্যাকুল বুকের ওঠানামায় অতৃপ্ত গাংচিলের বাদামী শরীরের ছায়া থমকে যায় জলার ধারে,,
আমি দেখছি.... অবুঝ সারিবদ্ধ উক্যালিপটাস
মাথা তুলে স্বর্গ সন্ধানে চাঁদের দরজায় কেমন
পাতা ঝাপটিয়ে কড়া নেড়ে যায়....
 #শীতের বন
jayantaroy2876

Jayanta Roy

New Creator

#শীতের বন