রোজ সন্ধ্যায়, আমার দক্ষিণ খোলা জানলা দিয়ে দেখতে পাই, হলুদাভ আলো ঠিক অন্ধকারে মেলায়। খেচরেরা ঠিক ঘরে ফেরে কোনো অলৌকিক উপায়ে। ঠিক তখনই, বাস্তব, কঠিন থেকে তরল হয় আমার কাছে। খোলা জানলা, আমার সামনে, যখন পূর্ণতার এই ছবি আঁকে। #কবিতাদিন২০ #challenge #yqdada #bengali_poem #bengali #কবিতা