আজও ভিড়ের মধ্যে,"সুখ" তোমায় খুজি, তুমি তো অন্যের কাছে ব্যস্ত, সারাদিন তোর অপেক্ষা করে অবশেষে ফিরে আসি, আজো আসিস নি আমার ঘরে, অভিমান করে , তোকে দোষ দিয়েছি বহুবার কিন্তু তুই ও তো আমার মতো একাই ঘুরে বেড়াস তোর একাকীত্ব কে সঙ্গী করে l তোর দুঃখ জেনে আজও মাঝে মাঝে তোর কথা মনে পড়ে l