Nojoto: Largest Storytelling Platform

তাকে ডাকার মতন আমি আর কেউ নই, কিছু ঝড়া পাতার শান্

তাকে ডাকার মতন আমি আর কেউ নই,
কিছু ঝড়া পাতার শান্ত চিৎকার
কিছু বাতাসে মিশে যাওয়া ধোঁয়ার হাহাকার
আর কিছু অজানা উত্তরের ধিক্কার।

তাকে ডাকার মতন আমি আর কেউ নই,
কিছু খামবন্দি চিঠির বয়স বেড়ে যাওয়া
কিছু শব্দের দেওয়াল ঘড়িতে অনশন নেওয়া
আর কিছু অজানা প্রশ্নের আসা-যাওয়া।।

©Sudipta #Bengali 
#Bengali_poem 
#Kobita 

#leaf
তাকে ডাকার মতন আমি আর কেউ নই,
কিছু ঝড়া পাতার শান্ত চিৎকার
কিছু বাতাসে মিশে যাওয়া ধোঁয়ার হাহাকার
আর কিছু অজানা উত্তরের ধিক্কার।

তাকে ডাকার মতন আমি আর কেউ নই,
কিছু খামবন্দি চিঠির বয়স বেড়ে যাওয়া
কিছু শব্দের দেওয়াল ঘড়িতে অনশন নেওয়া
আর কিছু অজানা প্রশ্নের আসা-যাওয়া।।

©Sudipta #Bengali 
#Bengali_poem 
#Kobita 

#leaf
sudipta8305

Sudipta

New Creator