Vote #অপ্রয়োজনীয় বক্তব্য স্লোগান হয়ে, সংক্ষেপ হবে মিছিলে। সংক্ষিপ্ত প্রশ্নের দল, জবাব চাইবে, "কি দিলে?"। উত্তর দিয়ো তুমি। জবাব চাইবে, জলের অভাব, ফাটল ধরানো ভূমি। শিল্প এনেছো, না শিল্পীর ভীড়? আমাদের তো রইলো তিমির, শিক্ষা ভাঙবে বসত-ভিটা, বসতি গড়বে অচেনা। ভুলে যেয়ো প্রিয়, ভুলে যাওয়া শ্রেয়, সহজে মিটছে দেনা! দেনা আমাদের, পাওনা তোমার, মিটিয়ে ফেলো, কেমন? সুবিধে মতো, দেখা দিয়ো তবে, প্রয়োজন নয় তেমন... ©Sudeshna Roy #voting