Nojoto: Largest Storytelling Platform

চন্দন লেগেছে গালে, মৃদু রাত অপার বেদনায় ধবধবে বি

চন্দন লেগেছে গালে, মৃদু রাত অপার বেদনায় 
ধবধবে বিছানায় কনে সাজ, বিপ বিপ হার্টবিট
ক্রমাগত অনিশ্চিত, একবার ঠোঁট ছুঁয়ে দাও !
পথেই রয়েছে ধুলো , বাড়ি ফিরি প্রতিদিন 
শব্দ মুঠোয় করে ছড়িয়েছি নদী জল ঘাস ফুলে 
যতবার চোখ বুজি , চন্দন লেগেছে গালে .....

বই জুড়ে চিঠি আছে, পাঁপড়ির ভাঁজে ভাঁজে 
গোলাপি রঙের পাশে ,চশমার কালো ফ্রেম 
আমি তো বাউন্ডুলে , চাঁদ ওঠে প্রতিরাতে 
আকাশের গায়ে দেখি একরাশ স্নেহমেঘ 
বৃষ্টি মদের মতো , নেশাতুর বাড়ে ক্ষত
রক্ত দাগের পাশে, জোনাকিরা বসে আছে
করতলে চিতাকাঠ ছাই 
                   চন্দন লাগিয়েছি তাই .......

©Arunava Chakraborty #snowpark
চন্দন লেগেছে গালে, মৃদু রাত অপার বেদনায় 
ধবধবে বিছানায় কনে সাজ, বিপ বিপ হার্টবিট
ক্রমাগত অনিশ্চিত, একবার ঠোঁট ছুঁয়ে দাও !
পথেই রয়েছে ধুলো , বাড়ি ফিরি প্রতিদিন 
শব্দ মুঠোয় করে ছড়িয়েছি নদী জল ঘাস ফুলে 
যতবার চোখ বুজি , চন্দন লেগেছে গালে .....

বই জুড়ে চিঠি আছে, পাঁপড়ির ভাঁজে ভাঁজে 
গোলাপি রঙের পাশে ,চশমার কালো ফ্রেম 
আমি তো বাউন্ডুলে , চাঁদ ওঠে প্রতিরাতে 
আকাশের গায়ে দেখি একরাশ স্নেহমেঘ 
বৃষ্টি মদের মতো , নেশাতুর বাড়ে ক্ষত
রক্ত দাগের পাশে, জোনাকিরা বসে আছে
করতলে চিতাকাঠ ছাই 
                   চন্দন লাগিয়েছি তাই .......

©Arunava Chakraborty #snowpark