Nojoto: Largest Storytelling Platform

কি ছবি আঁকলি সখী চিত্রলেখা কুঞ্চিত কেশ শিরে ময়ূর

কি ছবি আঁকলি সখী চিত্রলেখা
কুঞ্চিত কেশ শিরে ময়ূর পাখা।
যার বাঁকা নয়ন জোড়া ভ্রু
সে যেন মোর প্রাণের গুরু ‌।
ও যেন নব জলধর বংশিধারী
পাগলিনী আমি ওই রূপ নিহারি ‌।
ওই বাঁকা তনু নব ঘনশ্যাম
হার মেনে যায় রতির কাম।
ওলো সখী চিত্রলেখা
প্রাণে মোর বড়ই ব্যথা;
নিয়ে চল নিয়ে চল সখী
মোর প্রাণনাথ রয়েছে যেথা। ছবিটা আমার ছেলে Shubham Nayek এর আঁকা।


#কৃষ্ণপ্রেম 
#রাতের_কবিতা 
#বাংলা_কবিতা 
#yqbaba 
#yqdada
কি ছবি আঁকলি সখী চিত্রলেখা
কুঞ্চিত কেশ শিরে ময়ূর পাখা।
যার বাঁকা নয়ন জোড়া ভ্রু
সে যেন মোর প্রাণের গুরু ‌।
ও যেন নব জলধর বংশিধারী
পাগলিনী আমি ওই রূপ নিহারি ‌।
ওই বাঁকা তনু নব ঘনশ্যাম
হার মেনে যায় রতির কাম।
ওলো সখী চিত্রলেখা
প্রাণে মোর বড়ই ব্যথা;
নিয়ে চল নিয়ে চল সখী
মোর প্রাণনাথ রয়েছে যেথা। ছবিটা আমার ছেলে Shubham Nayek এর আঁকা।


#কৃষ্ণপ্রেম 
#রাতের_কবিতা 
#বাংলা_কবিতা 
#yqbaba 
#yqdada

ছবিটা আমার ছেলে Shubham Nayek এর আঁকা। #কৃষ্ণপ্রেম #রাতের_কবিতা #বাংলা_কবিতা #yqbaba #yqdada