Nojoto: Largest Storytelling Platform

দূরত্ব বাঁধানো ছবিটা আগে দেওয়ালে টাঙানো থাকতো, স্ব

দূরত্ব
বাঁধানো ছবিটা আগে দেওয়ালে টাঙানো থাকতো, স্বামী, স্ত্রী, এক ছেলে। 
এখন কেউ বুকে জড়িয়ে ঘুমোয়,
কি ভাবছেন মা কিংবা বাবার কথা বলছি!
হ্যাঁ ওরা কষ্ট পাই।
এখানে , একলা ছেলের কথা বলছি,
আপনদের থেকে দূরে থাকার কষ্ট 
সন্তানরাও বোঝে,
কিন্তু পরিস্থিতি সেটা বোঝেনা!
                                               সুদীপ্ত দূরত্ব 
#bengalipoem #bengalipoetry #poem
#pagepoetry #family #durotto
দূরত্ব
বাঁধানো ছবিটা আগে দেওয়ালে টাঙানো থাকতো, স্বামী, স্ত্রী, এক ছেলে। 
এখন কেউ বুকে জড়িয়ে ঘুমোয়,
কি ভাবছেন মা কিংবা বাবার কথা বলছি!
হ্যাঁ ওরা কষ্ট পাই।
এখানে , একলা ছেলের কথা বলছি,
আপনদের থেকে দূরে থাকার কষ্ট 
সন্তানরাও বোঝে,
কিন্তু পরিস্থিতি সেটা বোঝেনা!
                                               সুদীপ্ত দূরত্ব 
#bengalipoem #bengalipoetry #poem
#pagepoetry #family #durotto
sudipta8305

Sudipta

New Creator