Nojoto: Largest Storytelling Platform

কেমন আছি সেটা নিজেই বুঝতে পারছি না ,তবে পরিস্থিতিট

কেমন আছি সেটা নিজেই বুঝতে পারছি না ,তবে পরিস্থিতিটা বোঝাতে চেষ্টা করছি একটু অন্যভাবে......

ফুলের উদ্যানের অবশিষ্ট সেই একমাত্র ফুলের মতো আমার অবস্থা,যার মালীও আজ পরিচর্যা করতে করতে ক্লান্ত,এদিকে গাছের চারিপাশে আগাছা গুলো আমাকে দম বন্ধ করে মেরে ফেলতে চায়,ওই যে নিচে পরে বিরাট বটগাছটি,যার ছত্রছায়ায় ছিল আমার বাস,তাকেও নির্দয় ভাবে কেটে ফেলা হয়েছে।মাঝে মাঝে পত্রবৃন্তে ব্যাথা অনুভব করি,পাপড়িগুলোও কুঁচকে গেছে।পত্রতে বসতি স্থাপন করেছে কত কীট,সারাদিনই দংশন করে চলেছে আমায়,পাতাগুলো কেটে রক্তাত্ত....
তাও শুধু এগুলোই নয়,অসীম মেঘের কেশ থেকে বৃষ্টি যখন ঝরে পরে ধরিত্রী মায়ের আঁচলে,সত্যি বলতে কি,মন টা দুলে ওঠে খুশিতে,আর যখন প্রজাপতি আলাপ বসায় ,সমস্ত কষ্ট নিমেষে দূর, মৌমাছির ওই গুনগুন শব্দেই কেটে যায় দিন.....

এই নিয়েই বেঁচে আছি,থাকবো আর ছড়াবো সৌরভ।❤️ একটু অন্যভাবে মনের ভাবপ্রকাশ এর চেষ্টা😇😇😇
#nijerkotha
 #challenge #yqdada #বাংলালেখা
কেমন আছি সেটা নিজেই বুঝতে পারছি না ,তবে পরিস্থিতিটা বোঝাতে চেষ্টা করছি একটু অন্যভাবে......

ফুলের উদ্যানের অবশিষ্ট সেই একমাত্র ফুলের মতো আমার অবস্থা,যার মালীও আজ পরিচর্যা করতে করতে ক্লান্ত,এদিকে গাছের চারিপাশে আগাছা গুলো আমাকে দম বন্ধ করে মেরে ফেলতে চায়,ওই যে নিচে পরে বিরাট বটগাছটি,যার ছত্রছায়ায় ছিল আমার বাস,তাকেও নির্দয় ভাবে কেটে ফেলা হয়েছে।মাঝে মাঝে পত্রবৃন্তে ব্যাথা অনুভব করি,পাপড়িগুলোও কুঁচকে গেছে।পত্রতে বসতি স্থাপন করেছে কত কীট,সারাদিনই দংশন করে চলেছে আমায়,পাতাগুলো কেটে রক্তাত্ত....
তাও শুধু এগুলোই নয়,অসীম মেঘের কেশ থেকে বৃষ্টি যখন ঝরে পরে ধরিত্রী মায়ের আঁচলে,সত্যি বলতে কি,মন টা দুলে ওঠে খুশিতে,আর যখন প্রজাপতি আলাপ বসায় ,সমস্ত কষ্ট নিমেষে দূর, মৌমাছির ওই গুনগুন শব্দেই কেটে যায় দিন.....

এই নিয়েই বেঁচে আছি,থাকবো আর ছড়াবো সৌরভ।❤️ একটু অন্যভাবে মনের ভাবপ্রকাশ এর চেষ্টা😇😇😇
#nijerkotha
 #challenge #yqdada #বাংলালেখা