Nojoto: Largest Storytelling Platform

অমীমাংসিত মস্তিষ্কের বেড়াজালে ঘুরে বেড়ানো, ফড়িং এর

অমীমাংসিত মস্তিষ্কের বেড়াজালে ঘুরে বেড়ানো,
ফড়িং এর মত তুমি-
ভালোবাসা পাবো জেনেই দাবার আসরে বসা,
সৈন্য সামন্ত যত ছিল দুই মনের রণক্ষেত্রে,
তারা আর বেঁচে নেই-
তাদের রক্তিম দেহের ওপর শেষ চাল সর্বনাশা!

সন্ধির শর্তে দুই এর কেউই সুখী নয়,
সব বিজয়ের স্বপ্ন দেখে-
বিলাসী,কত নিস্পলক রাতের ষড়যন্ত্র পান করেছি,
তোমার শ্যামলা দেহে ওপর ভর দিয়ে,
রাতের আকাশের ক্ষুদ্ব চেতনায়-
বেহিসেবি তারাগুলো চোখের কালোতে ভরেছি। #আমাররাতকথাবলে 🖤🥀
Mimi Bhanja থ্যাঙ্কু ফর পোক ইয়ং🌸
#piccontest52 #বাংলা 
#রূপক_কথা #yqdada #bengali 
#মাঝরাতেরটুকরোকথা 
#yqbestbengaliquotes
অমীমাংসিত মস্তিষ্কের বেড়াজালে ঘুরে বেড়ানো,
ফড়িং এর মত তুমি-
ভালোবাসা পাবো জেনেই দাবার আসরে বসা,
সৈন্য সামন্ত যত ছিল দুই মনের রণক্ষেত্রে,
তারা আর বেঁচে নেই-
তাদের রক্তিম দেহের ওপর শেষ চাল সর্বনাশা!

সন্ধির শর্তে দুই এর কেউই সুখী নয়,
সব বিজয়ের স্বপ্ন দেখে-
বিলাসী,কত নিস্পলক রাতের ষড়যন্ত্র পান করেছি,
তোমার শ্যামলা দেহে ওপর ভর দিয়ে,
রাতের আকাশের ক্ষুদ্ব চেতনায়-
বেহিসেবি তারাগুলো চোখের কালোতে ভরেছি। #আমাররাতকথাবলে 🖤🥀
Mimi Bhanja থ্যাঙ্কু ফর পোক ইয়ং🌸
#piccontest52 #বাংলা 
#রূপক_কথা #yqdada #bengali 
#মাঝরাতেরটুকরোকথা 
#yqbestbengaliquotes