Nojoto: Largest Storytelling Platform

চাঁদের আলোয় কত শত কাফনের বুক ছিঁড়ে সত্য ক্রন্দনর

চাঁদের আলোয় 
কত শত কাফনের বুক ছিঁড়ে সত্য ক্রন্দনরত
কত শত নিশাচর ভবঘুরে ক্ষুদা খোঁজে অবিরত
কত অবিরাম বৃষ্টি ঝরে পরে বাস্তবের তৃষ্ণার্ত বালিতে
কত অবিরাম আবেগ খেলা করে নগরীর নিষিদ্ধ গলিতে
চাঁদের আলোয়
কত শত চিৎকার ভেসে আসে কালোর হিংস্র খেলাতে
কত শত নতুন ভেসে যায় মৃত্যুর শেষ ভেলাতে
কত অবিরাম পাগল সোনা ভাঙ্গে পাথুরে খনিতে
কত অবিরাম রক্তের দাগ থেকে যায় রাজার উল্লাসিত ধ্বনিতে
চাঁদের আলোয় 
কত শত ফুল ঝরে পড়ে ঝড়ের দুর্বার গতিতে
কত শত মুখোশ অভিনয় করে জীবনের দুর্বোধ্য মতিতে
কত অবিরাম স্তব্ধতার চিত্রে রঙিন তুলি হার মানে 
কত অবিরাম হৃদয় ভেদিত হয় নিষ্ঠুর হাস্যবানে
চাঁদের আলোয়
কত শত ব্যস্ততা পারাপার করে সময়ের খেয়া ধরে
কত শত ভাবনা ডুবে যায় নীরবতার আধাঁর বন্দরে
কত অবিরাম প্রহেলিকা ঘিরে আসে মেঘের আলতো চাদরে
কত ঘর আলোকিত হয় জ্যোৎস্নার উষ্ণ আদরে ।।

©Penname Sayan #sroterprotikule
চাঁদের আলোয় 
কত শত কাফনের বুক ছিঁড়ে সত্য ক্রন্দনরত
কত শত নিশাচর ভবঘুরে ক্ষুদা খোঁজে অবিরত
কত অবিরাম বৃষ্টি ঝরে পরে বাস্তবের তৃষ্ণার্ত বালিতে
কত অবিরাম আবেগ খেলা করে নগরীর নিষিদ্ধ গলিতে
চাঁদের আলোয়
কত শত চিৎকার ভেসে আসে কালোর হিংস্র খেলাতে
কত শত নতুন ভেসে যায় মৃত্যুর শেষ ভেলাতে
কত অবিরাম পাগল সোনা ভাঙ্গে পাথুরে খনিতে
কত অবিরাম রক্তের দাগ থেকে যায় রাজার উল্লাসিত ধ্বনিতে
চাঁদের আলোয় 
কত শত ফুল ঝরে পড়ে ঝড়ের দুর্বার গতিতে
কত শত মুখোশ অভিনয় করে জীবনের দুর্বোধ্য মতিতে
কত অবিরাম স্তব্ধতার চিত্রে রঙিন তুলি হার মানে 
কত অবিরাম হৃদয় ভেদিত হয় নিষ্ঠুর হাস্যবানে
চাঁদের আলোয়
কত শত ব্যস্ততা পারাপার করে সময়ের খেয়া ধরে
কত শত ভাবনা ডুবে যায় নীরবতার আধাঁর বন্দরে
কত অবিরাম প্রহেলিকা ঘিরে আসে মেঘের আলতো চাদরে
কত ঘর আলোকিত হয় জ্যোৎস্নার উষ্ণ আদরে ।।

©Penname Sayan #sroterprotikule