Nojoto: Largest Storytelling Platform

অতিপ্রাকৃত কবিতা:- "ভয়ংকর ভয়; গোধূলির সন্ধ্যায়"

অতিপ্রাকৃত কবিতা:- "ভয়ংকর ভয়; গোধূলির সন্ধ্যায়"
                        ✍ কলমে....টিংকু রঞ্জন মিত্র
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
পালনে মাতৃ আদেশ, মাতৃভক্তি সু-নন্দন ; 
নিঃসঙ্গে চালান সন্ধান, স্নেহের মুকুন্ধন।
আনয়নে খোঁজে কচি কচি পাতা, কণ্টকময় গাছ;
পত্ররস ঔষধিতে; ভোজ্য খাদ্য, নানাবিধ কাজ। 
এ পান্তর ওপান্তর অমিল, 
ঘন সবুজ পত্রের কুলেখাড়া; 
সন্ধ্যা মাখা লাল আভা, 
গোধূলি বেলা, পেরিয়ে ক্ষেতের নাড়া।

খুঁজিতে খুঁজিতে মুকুন্ধন, চলে বহুদূর ;
নির্জন সন্ধ্যায়, বুক-ভিতর করে ধুরুধুর।
চৈত্রের চড়া সন্ধ্যায়, দূর দূরান্ত হতে ভাস্যমান-
গম্ভীরার ঢাক-কাঁসরের আওয়াজ।
দেবদেবীগণ জাগে উল্লাসে, ভূত-প্রেতাত্মা-পিশাচ-
বাঁধনহারা গ্রাম্য কথনের রেওয়াজ।

আকস্মিক শ্রবণে শিউরে, শঙ্খ-উলুর জয়ধ্বনি ;
ঘনিয়ে আঁধার, কম্প হৃদপিণ্ড, ভীত শিরা-ধমনী।
মুমূর্ষ মুহূর্তে দেখে, বিরল ভয়ময় 
অশ্রু সেঁতে দুটো আঁখি ;
দূর হতে দোলে, জমকালো চামর,
দন্ডমান লাঠি, রক্তিম সিঁদুর মাখি।

দীর্ঘশ্বাস ছাড়ি, নির্ভীক চিৎকারে সপাটে দৌড় ;
ভয়ংকর চিৎকারে; কেউবা জিগায় কি হল বন্ধুর।
শুনি মুকুন্ধনের কথায়, সহসায় বলে যাব সেথায় ;
সকলি দেখে হাস্যময় বিষয়, ভয়গ্রস্থ স্থান যেথায়।
ওপারে কালোচুলো ছাগল, এপারে অনুচ্চ আল।
পাশে দান্ডায় মরা শুকনো,কোন এক গাছের ডাল। #helloween #helloweenwords #yqbaba #yqdada #বাংলা_কবিতা #ভয় #challenge #ভূত
অতিপ্রাকৃত কবিতা:- "ভয়ংকর ভয়; গোধূলির সন্ধ্যায়"
                        ✍ কলমে....টিংকু রঞ্জন মিত্র
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
পালনে মাতৃ আদেশ, মাতৃভক্তি সু-নন্দন ; 
নিঃসঙ্গে চালান সন্ধান, স্নেহের মুকুন্ধন।
আনয়নে খোঁজে কচি কচি পাতা, কণ্টকময় গাছ;
পত্ররস ঔষধিতে; ভোজ্য খাদ্য, নানাবিধ কাজ। 
এ পান্তর ওপান্তর অমিল, 
ঘন সবুজ পত্রের কুলেখাড়া; 
সন্ধ্যা মাখা লাল আভা, 
গোধূলি বেলা, পেরিয়ে ক্ষেতের নাড়া।

খুঁজিতে খুঁজিতে মুকুন্ধন, চলে বহুদূর ;
নির্জন সন্ধ্যায়, বুক-ভিতর করে ধুরুধুর।
চৈত্রের চড়া সন্ধ্যায়, দূর দূরান্ত হতে ভাস্যমান-
গম্ভীরার ঢাক-কাঁসরের আওয়াজ।
দেবদেবীগণ জাগে উল্লাসে, ভূত-প্রেতাত্মা-পিশাচ-
বাঁধনহারা গ্রাম্য কথনের রেওয়াজ।

আকস্মিক শ্রবণে শিউরে, শঙ্খ-উলুর জয়ধ্বনি ;
ঘনিয়ে আঁধার, কম্প হৃদপিণ্ড, ভীত শিরা-ধমনী।
মুমূর্ষ মুহূর্তে দেখে, বিরল ভয়ময় 
অশ্রু সেঁতে দুটো আঁখি ;
দূর হতে দোলে, জমকালো চামর,
দন্ডমান লাঠি, রক্তিম সিঁদুর মাখি।

দীর্ঘশ্বাস ছাড়ি, নির্ভীক চিৎকারে সপাটে দৌড় ;
ভয়ংকর চিৎকারে; কেউবা জিগায় কি হল বন্ধুর।
শুনি মুকুন্ধনের কথায়, সহসায় বলে যাব সেথায় ;
সকলি দেখে হাস্যময় বিষয়, ভয়গ্রস্থ স্থান যেথায়।
ওপারে কালোচুলো ছাগল, এপারে অনুচ্চ আল।
পাশে দান্ডায় মরা শুকনো,কোন এক গাছের ডাল। #helloween #helloweenwords #yqbaba #yqdada #বাংলা_কবিতা #ভয় #challenge #ভূত