ব্যস্ততার আড়ালে নিজেকে নিজের থেকে লুকায়, নতুন বই, উপন্যাসের মাঝে নিজেকে খুঁজে পাই। দিন-রাত শব্দ নিয়ে খেলা করাটা অভ্যাসে পরিণত হয়েছে, উপন্যাসের শেষ পাতাটার লেখাটা... নিজের ইচ্ছা মতো সাজিয়ে নিতে হয়। হাজার বইয়ের ফাঁকে নিজেকে নতুন করে চেনা যায়। #yqbaba #yqquotes #yqbangali