প্রতিক্ষা না দেখি একালের প্রেমে; ঠোঁটৈর ক্রিয়া শুরু প্রথম দেখাতে। দেখা না হলে,চুম্বনে মাতে- স্যোসাল মিডিয়ায় যুগল প্রেমী; মিটে গেলে চাহিদা একে-অপরের প্রতি... ব্লকলিস্টে কিছুদিন পর কেবল একটা উটকো স্মৃতি। ▪︎সুপ্রভাত সকলকে🌞 পুজো সংখ্যা প্রকাশের পর শারদীয়ার রেশ কাটিয়ে আবারো নিত্য নতুন ও মজাদার টাস্ক নিয়ে ফিরে এল সাহিত্যসাকী । ▪︎এবারে সাহিত্যসাকী নিয়ে এল সপ্তাহব্যাপী প্রতিযোগিতা।। যার মূল বিষয় হলো "বৈপরীত্য" !! অর্থাৎ ডবল কোলাব চ্যালেঞ্জের মধ্যে দিয়ে আপনি এবং আপনার সহ লেখক/লেখিকা বন্ধু একই বিষয়ের দুইটি দিক তুলে ধরাই হবে এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য। ▪︎কখনো একটি বিষয়ের একাল সেকাল নিয়ে কখনো আবার তার উপকারী-অপকারী ভূমিকা ইত্যাদি এরকম বৈপরীত্য নিয়ে লিখতে হবে।