স্মৃতির জীর্ণ কিছু হলুদ পাতা পড়বে ঝড়ে! ক্ষণিক নয়ন সিক্ত রবে হারানো এ-শোকে। নতুন পাতার উদ্ভবে বৃক্ষ যতই উঠুক মেতে, নতুন পায়না অধিকার পুরাতনের ফাঁকা স্থানে। নতুন স্মৃতির পাতাতে সমৃদ্ধ হয় সবুজ বৃক্ষ, পুরাতনের শোকে কদাচিৎ আসে একাকিত্ব। আজ আমাদের দেওয়া লাইনটির সাথে কোলাব করে সম্পূর্ণ করো তোমার লেখা... 💛🖤💛🖤💛🖤💛🖤💛🖤💛🖤💛🖤💛🖤💛🖤💛🖤💛🖤💛🖤 Background pic - Pinterest