একটা বিশাল জীবন তো নয় । তা হলে সবটাই তো বাক্সবন্দী করা যেত, তাই না ! তোমার ঝুমকোর চারপাশে কত স্বপ্ন স্বাধীনতা পায়। তোমার হাত আমার চুল এলিয়ে যাওয়া, সন্ধ্যে নামতো– তোমার ভয় পাওয়াতে আর একটু কাছে টেনে নেওয়া । মনে মনে কি খুশি হতাম জানো । অন্ধকারের চাদর নামলে খুব কাছের হয়ে যাওয়া তোমার-আমার ! ভাগ থাকি না, এক তখন, পার্থক্য শুধু নিশ্বাসে। ওই যে তোমার হাতে হাত তারপরে আবার বাঁচার চেষ্টা, কতসত ক্ষমা তোমার কাছে আমার, ওখানেই এসে তো মিলিয়ে যেতে দিই নিজেকে । তোমার মুখ ফিরিয়ে নেওয়া, আবার নিজেকে সর্বশেষ কথা দেওয়া, আর বোধহয় নেই। তবু শান্তি ভিক্ষা খুঁজে নিই, অল্প তেই। একটা বিশাল জীবন তো নয়, একটাই তো! কই তুমি কেন নেমে আসতে পারোনা – আমার কাছে সত্যিময় প্রতিমা হয়ে ? “ প্রতিমা ” — শুভ সরকার। • • • • #cinemagraph #yqbaba