Nojoto: Largest Storytelling Platform

সন্ধে নামার ক্ষণে, মন পাখিটি ব্যাস্ত ভীষণ; নতুন সা

সন্ধে নামার ক্ষণে,
মন পাখিটি ব্যাস্ত ভীষণ;
নতুন সাজে সাজবে কী সে ??
আঁধার রাতের গভীর বনে,
এক দুর্ধর্ষ স্বপ্নবেসে;
ছুটছে সে তো দিগন্তে !!
আকাশ পানে মুগ্ধ মনে,
নতুন কোনো ঘরের খোঁজে;
সেই দূরপাল্লায় পাড়ি দিতে!!
আসবে সে কি আবার ফিরে?
অতীতের সব স্মৃতি নিয়ে;
গল্পেমাখা আবেগ বিশেষ!!
পুরোনো সব চিন্তাধারা,
একটু গায়ে হাত বুলিয়ে;
দোলের রঙে সাজিয়ে দিতে!! সুপ্রভাত সদস্যবন্ধুরা,

আজ Ruksana Bilkis  এর এই লাইনটি রইলো তোমাদের জন্য
#Collab করো করো ইচ্ছামতো নিজের ভাবনা দিয়ে। লাইন সংখ্যা নেই কোনো।

প্রতিদিনের BEST of USHNISH   সেরা লেখাটি
জীবন ক্ষণস্থায়ী, ঝরাপাতার ইতিহাস এটুকু'ই সময়সীমা একদিন। । 
-----------------------------------------
সন্ধে নামার ক্ষণে,
মন পাখিটি ব্যাস্ত ভীষণ;
নতুন সাজে সাজবে কী সে ??
আঁধার রাতের গভীর বনে,
এক দুর্ধর্ষ স্বপ্নবেসে;
ছুটছে সে তো দিগন্তে !!
আকাশ পানে মুগ্ধ মনে,
নতুন কোনো ঘরের খোঁজে;
সেই দূরপাল্লায় পাড়ি দিতে!!
আসবে সে কি আবার ফিরে?
অতীতের সব স্মৃতি নিয়ে;
গল্পেমাখা আবেগ বিশেষ!!
পুরোনো সব চিন্তাধারা,
একটু গায়ে হাত বুলিয়ে;
দোলের রঙে সাজিয়ে দিতে!! সুপ্রভাত সদস্যবন্ধুরা,

আজ Ruksana Bilkis  এর এই লাইনটি রইলো তোমাদের জন্য
#Collab করো করো ইচ্ছামতো নিজের ভাবনা দিয়ে। লাইন সংখ্যা নেই কোনো।

প্রতিদিনের BEST of USHNISH   সেরা লেখাটি
জীবন ক্ষণস্থায়ী, ঝরাপাতার ইতিহাস এটুকু'ই সময়সীমা একদিন। । 
-----------------------------------------