Nojoto: Largest Storytelling Platform

"কখনো চাঁদ দেখে প্রেম নামে,কখনো বা ভোরের শিশিরভেজা

"কখনো চাঁদ দেখে প্রেম নামে,কখনো বা ভোরের শিশিরভেজা ফুল,
কেউ বা আলতা পায়ে প্রেম এঁকে যায়,কারোর কানের লতিতে দুল।
প্রেম খুঁজে যদিও পেলাম শেষে,তবু মন রাঙায় সেই পলাশ শিমূল,
ভালোবেসে দেখো রয়ে যাবে সবই,নইলে বৈরাগ্য প্রেম বারান্দার ঝুল।।" আজ একটা কম্পিটিশন হয়ে যাক্।
চার লাইনে লিখে ফেলো ঝটপট তোমার মনের ভাবনা।
বিষয় হোক : প্রেম
#collab করে এই ওয়ালপেপারের উপর লিখে ফেলো তোমার ভেবে ফেলা চার লাইনের কবিতাটি।
বিদ্র: - যে তিনজন বন্ধুর লেখাতে সবথেকে বেশি লাইক পড়বে তার লেখাটি আমরা বাছাই করে নেবো এখান থেকে আর লেখাটি পোষ্ট করা হবে #পেনseal ফেসবুক পেজে।
লেখার সময়সীমা : আজ থেকে রবিবার (16/11/2019) রাত 12 টা পর্যন্ত।
তাই লিখতে থাকো প্রান খুলে। ❤️
----------------------------------------------------
"কখনো চাঁদ দেখে প্রেম নামে,কখনো বা ভোরের শিশিরভেজা ফুল,
কেউ বা আলতা পায়ে প্রেম এঁকে যায়,কারোর কানের লতিতে দুল।
প্রেম খুঁজে যদিও পেলাম শেষে,তবু মন রাঙায় সেই পলাশ শিমূল,
ভালোবেসে দেখো রয়ে যাবে সবই,নইলে বৈরাগ্য প্রেম বারান্দার ঝুল।।" আজ একটা কম্পিটিশন হয়ে যাক্।
চার লাইনে লিখে ফেলো ঝটপট তোমার মনের ভাবনা।
বিষয় হোক : প্রেম
#collab করে এই ওয়ালপেপারের উপর লিখে ফেলো তোমার ভেবে ফেলা চার লাইনের কবিতাটি।
বিদ্র: - যে তিনজন বন্ধুর লেখাতে সবথেকে বেশি লাইক পড়বে তার লেখাটি আমরা বাছাই করে নেবো এখান থেকে আর লেখাটি পোষ্ট করা হবে #পেনseal ফেসবুক পেজে।
লেখার সময়সীমা : আজ থেকে রবিবার (16/11/2019) রাত 12 টা পর্যন্ত।
তাই লিখতে থাকো প্রান খুলে। ❤️
----------------------------------------------------

আজ একটা কম্পিটিশন হয়ে যাক্। চার লাইনে লিখে ফেলো ঝটপট তোমার মনের ভাবনা। বিষয় হোক : প্রেম #Collab করে এই ওয়ালপেপারের উপর লিখে ফেলো তোমার ভেবে ফেলা চার লাইনের কবিতাটি। বিদ্র: - যে তিনজন বন্ধুর লেখাতে সবথেকে বেশি লাইক পড়বে তার লেখাটি আমরা বাছাই করে নেবো এখান থেকে আর লেখাটি পোষ্ট করা হবে #পেনseal ফেসবুক পেজে। লেখার সময়সীমা : আজ থেকে রবিবার (16/11/2019) রাত 12 টা পর্যন্ত। তাই লিখতে থাকো প্রান খুলে। ❤️ ---------------------------------------------------- #yqdada #YourQuoteAndMine #Nostalgia #চারলাইনেপ্রেম