Nojoto: Largest Storytelling Platform

আমি রূপে ভোলাতে চাই নি তোমায় ভোলাতে চেয়েছিলাম ন


আমি রূপে ভোলাতে চাই নি তোমায়
ভোলাতে চেয়েছিলাম নিখাদ ভালোবাসায়।
শরীর সে তো সবারই আছে
শাড়ি দিয়ে পেট পিঠ ঢেকে রাখি আগাগোড়া
নতুন করে দেখানোর কিইবা আছে?
আমার আমিকেই যখন তোমাকে সঁপেছি
আর তোমাকেই সুখ দুঃখের সাথী মেনেছি
তখন নিজেকে প্রমাণ করার কোনো দরকার আছে কি?
কিন্তু দেখলাম তুমি ভীষণ আপডেটেড
আর আমি রয়ে গেছি একেবারে মেকি-সাবেকি!

 #আজেবাজে_লেখা 
#বাংলা_কবিতা 
#শ্রীমতীটুম্পা 
#yqdada

আমি রূপে ভোলাতে চাই নি তোমায়
ভোলাতে চেয়েছিলাম নিখাদ ভালোবাসায়।
শরীর সে তো সবারই আছে
শাড়ি দিয়ে পেট পিঠ ঢেকে রাখি আগাগোড়া
নতুন করে দেখানোর কিইবা আছে?
আমার আমিকেই যখন তোমাকে সঁপেছি
আর তোমাকেই সুখ দুঃখের সাথী মেনেছি
তখন নিজেকে প্রমাণ করার কোনো দরকার আছে কি?
কিন্তু দেখলাম তুমি ভীষণ আপডেটেড
আর আমি রয়ে গেছি একেবারে মেকি-সাবেকি!

 #আজেবাজে_লেখা 
#বাংলা_কবিতা 
#শ্রীমতীটুম্পা 
#yqdada