Nojoto: Largest Storytelling Platform

লকডাউনে জামাই এলো জোড়া ইলিশ নিয়ে আত্মহারা শ্বাশুড়

লকডাউনে জামাই এলো জোড়া ইলিশ নিয়ে 
আত্মহারা শ্বাশুড়ী মা পোলাও রাঁধেন ঘিএ ;
মাঞ্জা দেওয়া ধুতি আর দই মিষ্টির হাঁড়ি---
শ্বশুর বলেন এবারে এটা একটু বাড়াবাড়ি |
মুখে বলেন যদিও, তিনি কম যান বা কিসে 
লাইন দিয়ে পাঁঠার মাংস কিনলেন অবশেষে |
গলদা চিঙড়ি খুঁজে খুঁজে বার করেছেন ঠিক 
চেটেপুটে খাবে জামাই,বলবে ফ্যান্টাস্টিক ;
জলখাবারে ফুলকো লুচি সাথে আলুর দম,
দেখো গিন্নি জামাই আদর না হয় যেন কম |
দশটা না পাঁচটা না একটাই জামাই আমার---
কোথায় যেন পঙ্গপাল খাচ্ছে ক্ষেত আর খামার?
ঝড়ে আবার মরলো কোথায়? উড়লো কাদের বাড়ি,
আজকে পোলাও,কাল চড়াবো বিরিয়ানির হাঁড়ি |
মানুষ না হয় মরুক কিছু,এই হাভাতের দেশে,
আমার প্রাণে ফূর্তি আছে,বাকিরা !যাক বানের জলে ভেসে |
কে মানছে কার কথা,ওই করোনা টরোনা বেকার, 
জামাই আমার কব্জি ডোবাক মাছের ঝোলে এবার ;
এমন এলাহী জামাইষষ্ঠী তাক লাগিয়ে দেবো---
কে খেলো না বয়েই গেল,কিচ্ছুটি না ভেবো  |
 #জামাই আদর #
লকডাউনে জামাই এলো জোড়া ইলিশ নিয়ে 
আত্মহারা শ্বাশুড়ী মা পোলাও রাঁধেন ঘিএ ;
মাঞ্জা দেওয়া ধুতি আর দই মিষ্টির হাঁড়ি---
শ্বশুর বলেন এবারে এটা একটু বাড়াবাড়ি |
মুখে বলেন যদিও, তিনি কম যান বা কিসে 
লাইন দিয়ে পাঁঠার মাংস কিনলেন অবশেষে |
গলদা চিঙড়ি খুঁজে খুঁজে বার করেছেন ঠিক 
চেটেপুটে খাবে জামাই,বলবে ফ্যান্টাস্টিক ;
জলখাবারে ফুলকো লুচি সাথে আলুর দম,
দেখো গিন্নি জামাই আদর না হয় যেন কম |
দশটা না পাঁচটা না একটাই জামাই আমার---
কোথায় যেন পঙ্গপাল খাচ্ছে ক্ষেত আর খামার?
ঝড়ে আবার মরলো কোথায়? উড়লো কাদের বাড়ি,
আজকে পোলাও,কাল চড়াবো বিরিয়ানির হাঁড়ি |
মানুষ না হয় মরুক কিছু,এই হাভাতের দেশে,
আমার প্রাণে ফূর্তি আছে,বাকিরা !যাক বানের জলে ভেসে |
কে মানছে কার কথা,ওই করোনা টরোনা বেকার, 
জামাই আমার কব্জি ডোবাক মাছের ঝোলে এবার ;
এমন এলাহী জামাইষষ্ঠী তাক লাগিয়ে দেবো---
কে খেলো না বয়েই গেল,কিচ্ছুটি না ভেবো  |
 #জামাই আদর #
jayantaroy2876

Jayanta Roy

New Creator

#জামাই আদর #