তারায় ভরা নিঝুম রাতি নিভী নীভী সেই আলো বাতি তুমার আমার রাত জুরা আলাপ আজও আছে রাখা সেই গোলাপ সময় চক্রে সব এখন স্মৃতি মাত্র দূরত্ব এতোই, তোমার দিন আমার রাত্র তবু মাঝে মাঝে ফিরে তাকাই কিন্তু আজও কারণ খুঁজে না পাই! ***কারণ!*** #thoughtofthemidnight #yourquotebengali #yqdada #bengali_poem #bengalipoem #bengalipost #bengaliwriting #bengaliquote