Nojoto: Largest Storytelling Platform

নিশি আমার চারিপাশে অশরীরি

        নিশি
      
     আমার চারিপাশে অশরীরি
         ভীষন ভয়ে একটা কোনায় দমে বসেছি
          তুমি কি জানো ? আমার কিসের ভয়? 
           আমিও জানিনা .. না জানিনা !! 
           আমার গলা বুক শুকিয়ে আসছে এবার
      তারা সব জেরা করছে 
           আমি একটা আস্ত গোটা শামুক 
          বেশিক্ষন নিশ্বাস চলবে না আমার
           খোলস ভেঙে চুরমার হয়ে গেছে 
           ক্ষমা চাইছি  , এবার ছেড়ে দাও..
              লালা দিয়ে কামড়ে আকড়ে থাকি কোনরকম
             এই ভুলের মুক্তি চাই ... এই দ্বিতীয়বার 
               কথা দিচ্ছি  , সশরীরে আমি আর বন্ধী হবোনা
        ওই জেল ভয়ংকর .. ওখানে মায়া আছে ।।
            
   #guilt #fear #lostlost #dead #yqdada #bengali #কবিতা
        নিশি
      
     আমার চারিপাশে অশরীরি
         ভীষন ভয়ে একটা কোনায় দমে বসেছি
          তুমি কি জানো ? আমার কিসের ভয়? 
           আমিও জানিনা .. না জানিনা !! 
           আমার গলা বুক শুকিয়ে আসছে এবার
      তারা সব জেরা করছে 
           আমি একটা আস্ত গোটা শামুক 
          বেশিক্ষন নিশ্বাস চলবে না আমার
           খোলস ভেঙে চুরমার হয়ে গেছে 
           ক্ষমা চাইছি  , এবার ছেড়ে দাও..
              লালা দিয়ে কামড়ে আকড়ে থাকি কোনরকম
             এই ভুলের মুক্তি চাই ... এই দ্বিতীয়বার 
               কথা দিচ্ছি  , সশরীরে আমি আর বন্ধী হবোনা
        ওই জেল ভয়ংকর .. ওখানে মায়া আছে ।।
            
   #guilt #fear #lostlost #dead #yqdada #bengali #কবিতা