Nojoto: Largest Storytelling Platform

মায়েদের কোনো ছুটি নেই, সমাজ পরিবার,পারিপার্শ্বিক দ

মায়েদের কোনো ছুটি নেই,
সমাজ পরিবার,পারিপার্শ্বিক দায়িত্ব,
পালন করতে করতে তারা নিজেদের 
সত্ত্বা হারিয়েও ,মনখারাপের মেঘ,
জমায় কিনা, জানা নেই... 

উনুনের আচেঁ নিত্যনৈমিত্তিক,
খাবারে ,তাদের সুস্বাদু পরিবেশনে, 
এক দিবারাত্রির যুদ্ধ নিমজ্জিত থাকে... 

মায়েরা পারে না এমন কিছু নেই,
সব পরিস্থিতিতে তারা যেমন দশভূজা,
তেমন অত্যাচারের কালো হাতকে
এক নিমেষে ধুলিসাৎ করে দিতে পারে ...

তাই "মা" দিবসের কোনো নির্দিষ্ট
দিন হয় না,
মায়েদের সম্মান করুন, ভালো রাখুন,
অযথা বৃদ্ধাশ্রমে রেখে এসে ,
অযোগ্য সন্তানের তকমা নেওয়া থেকে
 নিজেদের দুরে রাখুন...

শুভ মাতৃ দিবসের সকল মাকে প্রণাম জানাই _____🙏

লেখা - পুর্বালি দে
Photography- অর্ক ঢোল

©kolomkotha Purbali
  #MothersDay #nojota #nojoto #viral #sharabi