Nojoto: Largest Storytelling Platform

White তোর কথা ভাবলে হার দিন রমজান হয়ে যায় তোর সু

White তোর কথা ভাবলে হার দিন রমজান
হয়ে যায়
তোর সুরতে আমি ঈদের চাঁদ
খুঁজে পাই ।
কাফির ছিলাম আমি ইশ্কের দুনিয়ায়
তুই আমায় মাযহাব সেখালি,
এখন তোর মধ্যেই আমি
আমার খুদাকে দেখতে পাই ।

©The Aghori
  #eidmubarak #NojotoBangla