আমার শব্দের ক্ষয় হয় তিলে তিলে , মেপে আমি দেখিনি ঠিক কতটা । আবার যদি তেমন কান্না পায় , তবে বলবো , কিন্তু কাছাকাছি ভালোবাসা হয়না , হয়না ভয় কাউকে হারিয়ে ফেলার - কানে বাজে সময়ের কাঁটার টিক টিক শব্দ , সব দূরত্ব গুলো দিনে দিনে মিশে যায় রক্তে , ভয় হয় যদি দেখি অপেক্ষাদের মৃত্যু । এখন আর যেন প্রশ্ন আসে না ঠিক - কত কাছে এশে দাঁড়ালে নিজের বলে বলতে পারবো বলতে পারো ? অজানা কারণে সম্পর্ক ভালো থাকাদের চেষ্টা ... স্নায়ু জুড়ে আর আবেগ ভাসে না । মনে পরে গেলে ভেঙে পড়ি বিছানায় , জেনো আজকাল ঠিক কাব্য আসেনা , শূন্যতায় ভালোবাসা বাসি হয় , আবদার করি মৃত্যুর , ঠিক জেনো তোমার অবহেলায় স্নান করি বারবার ! .................................................... Saswati এবং Shreya mouli Dutta 🍁🍁♥♥ ...