Nojoto: Largest Storytelling Platform

যত হয় রটনা, তত কী ঘটে ঘটনা? সব দিকে হৈচৈ, কত চলে

 যত হয় রটনা, তত কী ঘটে ঘটনা? 
সব দিকে হৈচৈ, কত চলে গুজব
ঘটনা একরকম, ছড়ায় আরেক রকম
নিজে না দেখে লোক মুখে শোনে
তার সঙ্গে আবার কিছু যোগ করে
আরেককে বাড়িয়ে বলা - এ বুঝি স্বভাব, 
চারিদিকে হৈচৈ, চলে কত গুজব, বোধের অভাব।
 যত হয় রটনা, তত কী ঘটে ঘটনা? 
সব দিকে হৈচৈ, কত চলে গুজব
ঘটনা একরকম, ছড়ায় আরেক রকম
নিজে না দেখে লোক মুখে শোনে
তার সঙ্গে আবার কিছু যোগ করে
আরেককে বাড়িয়ে বলা - এ বুঝি স্বভাব, 
চারিদিকে হৈচৈ, চলে কত গুজব, বোধের অভাব।

যত হয় রটনা, তত কী ঘটে ঘটনা? সব দিকে হৈচৈ, কত চলে গুজব ঘটনা একরকম, ছড়ায় আরেক রকম নিজে না দেখে লোক মুখে শোনে তার সঙ্গে আবার কিছু যোগ করে আরেককে বাড়িয়ে বলা - এ বুঝি স্বভাব, চারিদিকে হৈচৈ, চলে কত গুজব, বোধের অভাব।