Nojoto: Largest Storytelling Platform

একটা তো ভুল চাই সম্পর্কটা ভাঙার আগে | হ্যাঁ---জাস্

একটা তো ভুল চাই সম্পর্কটা ভাঙার আগে |
হ্যাঁ---জাস্ট ছোট্ট একটা ভুল ;
যতটা ছোটো হওয়া সম্ভব,
যতটা ছোটো হলে মানায় আলপিন--
অতর্কিতে যেমন হারায় নাকের ফুল |

ভীষণ সাবধানে,যত্ন নিয়ে তৈরী করা
আপোসহীন একটা মীমাংসা,বহু সময় একসাথে কাটানোর পরেও---
বাগানে শুকিয়ে আসে গোলাপের চারা
স্নানঘরে খসে পড়ে পলেস্তারা,
ভ্রুক্ষেপহীন চোখ এখন দেখেও দেখে না---
ইগোর লড়াই আর নিত্য দিনের বোঝাপড়া ;

এখন আর আয়না ঘনঘন ঠিক করে না কপালের টিপ,
ঘরের কোণা-কোণা থেকে ভেসে আসেনা সুগন্ধি পারফিউম,
দুটো শরীর হয়তো বা কাছে আসে তবু হাতড়ে
বন্ধ করতে হয়না লাইটের সুইচ---
এক চিরন্তন অভ্যেসের পলি স্তরে স্তরে জমা হয়
বুকের মজা নদীখাতে ;
খোলা জানলা,আলো ঢোকে--এক চিরকালীন গা সওয়া.... 

এখন একটাই ভুল চাই,পরস্পরের থেকে মুখ ফেরানোর জন্য |
হ্যাঁ,একটা পরিকল্পনামাফিক কিংবা মনগড়া ভুল, 
যতটা দূরে যাওয়া সম্ভব হাত ছাড়িয়ে---
যতটা দূরে গেলে অদৃশ্য হয় জাহাজের মাস্তুল |
 #ভুল
#আধুনিক কবিতা
একটা তো ভুল চাই সম্পর্কটা ভাঙার আগে |
হ্যাঁ---জাস্ট ছোট্ট একটা ভুল ;
যতটা ছোটো হওয়া সম্ভব,
যতটা ছোটো হলে মানায় আলপিন--
অতর্কিতে যেমন হারায় নাকের ফুল |

ভীষণ সাবধানে,যত্ন নিয়ে তৈরী করা
আপোসহীন একটা মীমাংসা,বহু সময় একসাথে কাটানোর পরেও---
বাগানে শুকিয়ে আসে গোলাপের চারা
স্নানঘরে খসে পড়ে পলেস্তারা,
ভ্রুক্ষেপহীন চোখ এখন দেখেও দেখে না---
ইগোর লড়াই আর নিত্য দিনের বোঝাপড়া ;

এখন আর আয়না ঘনঘন ঠিক করে না কপালের টিপ,
ঘরের কোণা-কোণা থেকে ভেসে আসেনা সুগন্ধি পারফিউম,
দুটো শরীর হয়তো বা কাছে আসে তবু হাতড়ে
বন্ধ করতে হয়না লাইটের সুইচ---
এক চিরন্তন অভ্যেসের পলি স্তরে স্তরে জমা হয়
বুকের মজা নদীখাতে ;
খোলা জানলা,আলো ঢোকে--এক চিরকালীন গা সওয়া.... 

এখন একটাই ভুল চাই,পরস্পরের থেকে মুখ ফেরানোর জন্য |
হ্যাঁ,একটা পরিকল্পনামাফিক কিংবা মনগড়া ভুল, 
যতটা দূরে যাওয়া সম্ভব হাত ছাড়িয়ে---
যতটা দূরে গেলে অদৃশ্য হয় জাহাজের মাস্তুল |
 #ভুল
#আধুনিক কবিতা
jayantaroy2876

Jayanta Roy

New Creator

#ভুল #আধুনিক কবিতা