Unsplash সময় _____ রুদ্র গোস্বামী কেমন আছো, কাকে বলবো ? সবাই দিব্যি ভালো থাকার ভান করে আছে। কথা রেখো, কাকে বলবো ? সবার কাঁধে একটা করে না রাখা কথার পাহাড়। কাকে বলবো, মনে রেখো ? সবার হৃদপিণ্ডে টাঙান কয়েক প্রস্ত রঙিন মুখোশ। কাকে বলবো, তুমি হাত ধরতে জানো ? সবার মুঠো ভরতি স্বপ্ন খুনের ঋণ । কাকে বলবো, শুনতে পাচ্ছ ? কেউ এখানে কান পেতে নেই । কাকে বলবো ? ইচ্ছে হলে আসতে পারো । সবাই যাবার জন্যে পা বাড়িয়ে প্রস্তুত । কাকে বলবো ? দেখে যাও, তোমার অপেক্ষায় দাঁড়িয়ে আছি । সবার চোখে চওড়া ফ্রেমের রুপালী আকাশ । ©Anjali Das Gupta #library #Nojoto #Nojoto #love#L♥️ve