Nojoto: Largest Storytelling Platform

রাত্রি বেলায় এখন মাঝে মধ্যে লোডশেডিং শুরু হয়।

রাত্রি বেলায় এখন মাঝে মধ্যে লোডশেডিং  শুরু হয়।  দুটো বালিশ আর  মাদুর নিয়ে ছাদে চলে যায়।ছাদে গিয়ে বালিশের উপর মাথা রেখে শুয়ে পড়ি । তারপর শুয়ে শুয়ে আকাশের দিকে তাকিয়ে মাথার উপর অনেক ভাবনা চলে আসে ।তখন আমি যেন স্বপ্নের বিভোর জগতে পৌঁছে যায় নিজের অজান্তেই😒 । তারপর মাথার উপর 🙆অজানা ভাবনা শুরু হয়ে যায় ,চাঁদ⛺ কি সুন্দর , কি মিষ্টি , কীভাবে তার মৃদু আলো দিয়ে আমাদের মনকে তৃপ্তি করে দিচ্ছে 🌛। তারা গুলো⭐ খুবই মজাদার কিভাবে যেন মিট মিট করে জ্বল জ্বল করে সাজিয়ে গুছিয়ে  তাদের সৌন্দর্যে পুরো আকাশ টাকে মাতিয়ে তুলেছে । তার উপর মাঝে মধ্যে একটা উল্কাপাত☄ সরল রেখার ন্যায় ধাত্রী ভূমিতে পতিত হওয়ার আগেই কেমন যেন ধূলিসাৎ হয়ে যাচ্ছে ,এই সব ভাবতে ভাবতে মনটা কেমন যেন উতলা হয়ে ওঠে🙇। তার পর কারেন্ট চলে এলো এবং আমি স্বপ্নের জগৎ থেকে নিজের জগতে প্রবেশ করা মাত্রই ,আবারও তৎক্ষণাৎ উপলব্ধি হল যে সৃষ্টি কর্তা বলেই সত্যিই একজন আছেন । আর তিনিই সত্যিই মহান😊 । কারণ তিনি আমাদের কে সব থেকে মূল্যবান জিনিস উপহার দিয়েছেন এই  বিশ্ব ব্রহ্মাণ্ড । Just thinking 🙇
রাত্রি বেলায় এখন মাঝে মধ্যে লোডশেডিং  শুরু হয়।  দুটো বালিশ আর  মাদুর নিয়ে ছাদে চলে যায়।ছাদে গিয়ে বালিশের উপর মাথা রেখে শুয়ে পড়ি । তারপর শুয়ে শুয়ে আকাশের দিকে তাকিয়ে মাথার উপর অনেক ভাবনা চলে আসে ।তখন আমি যেন স্বপ্নের বিভোর জগতে পৌঁছে যায় নিজের অজান্তেই😒 । তারপর মাথার উপর 🙆অজানা ভাবনা শুরু হয়ে যায় ,চাঁদ⛺ কি সুন্দর , কি মিষ্টি , কীভাবে তার মৃদু আলো দিয়ে আমাদের মনকে তৃপ্তি করে দিচ্ছে 🌛। তারা গুলো⭐ খুবই মজাদার কিভাবে যেন মিট মিট করে জ্বল জ্বল করে সাজিয়ে গুছিয়ে  তাদের সৌন্দর্যে পুরো আকাশ টাকে মাতিয়ে তুলেছে । তার উপর মাঝে মধ্যে একটা উল্কাপাত☄ সরল রেখার ন্যায় ধাত্রী ভূমিতে পতিত হওয়ার আগেই কেমন যেন ধূলিসাৎ হয়ে যাচ্ছে ,এই সব ভাবতে ভাবতে মনটা কেমন যেন উতলা হয়ে ওঠে🙇। তার পর কারেন্ট চলে এলো এবং আমি স্বপ্নের জগৎ থেকে নিজের জগতে প্রবেশ করা মাত্রই ,আবারও তৎক্ষণাৎ উপলব্ধি হল যে সৃষ্টি কর্তা বলেই সত্যিই একজন আছেন । আর তিনিই সত্যিই মহান😊 । কারণ তিনি আমাদের কে সব থেকে মূল্যবান জিনিস উপহার দিয়েছেন এই  বিশ্ব ব্রহ্মাণ্ড । Just thinking 🙇
samironarif9841

Samiron Arif

New Creator

Just thinking 🙇