আমি আর তুমি আমি তোর বইয়ের ভাজে রাখা গোলাপ হবো রাখবি তুই আমায় যতন করে আমি তোর প্রতিদিনের ডাইরি হবো বলবি তোর সব কথা আমায় খুলে? আমি তোর আঁধার রাতে জোনাকির আলো হবো তুই আমায় কাছে ডাকবি ভালোবেসে। আমি তোর সমস্ত ভালোলাগার মুহূর্ত হবো, তুই রাখবি তো আমায় মনে? আমি তোর স্বপ্ন হব তুই রোজ দেখবি আমায়? আমি যদি তোকে খুঁজি তুই খুঁজবি আমায়। আমি যদি ভালোবাসায় রাখি তোরে তুই সারা দিবি সেই ভালোবাসায়? আমি যদি সম্পূর্ণরূপে তোর হতে চাই তুই হতে পারবি কি আমার? -বিজয়া @anubhuti #Friendship#ami#tumi#amra#Bengali poem#poetry love