Nojoto: Largest Storytelling Platform

তোমার সাথে প্রেম আলিঙ্গনে, রোজই বিঁধেছে মনে কাঁটা,

তোমার সাথে প্রেম আলিঙ্গনে,
রোজই বিঁধেছে মনে কাঁটা,
তোমার সুখে আমার হাসি,
আমার দুঃখ তেমনই সাদামাটা। এই সুন্দর ওয়ালপেপারটি-তে দেখতে পাচ্ছো দুটি খোপের পাশে দুটি শব্দ দেওয়া আছে। যে কোন একটি খোপে তুমি একটি শব্দ বেছে নিয়ে,সেটিকে কেন্দ্র করে দুই/ চার লাইনের একটি সুন্দর অনুকবিতা লিখে বন্ধুদের আমন্ত্রণ জানাও অন্য  দিকে অন্য শব্দটিকে কেন্দ্র করে অন্য একটি দুই/ চার লাইনের অনুকবিতা লেখার জন্য। 
 
একটি ওয়ালপেপারে দুটি লেখার বেশি গ্রাহ্য করা হবে না।

অবশ্যই হ্যাশট্যাগে রেখো :
#upic92 #উষ্ণীষ #ushnish
#yqdada #yqbaba
তোমার সাথে প্রেম আলিঙ্গনে,
রোজই বিঁধেছে মনে কাঁটা,
তোমার সুখে আমার হাসি,
আমার দুঃখ তেমনই সাদামাটা। এই সুন্দর ওয়ালপেপারটি-তে দেখতে পাচ্ছো দুটি খোপের পাশে দুটি শব্দ দেওয়া আছে। যে কোন একটি খোপে তুমি একটি শব্দ বেছে নিয়ে,সেটিকে কেন্দ্র করে দুই/ চার লাইনের একটি সুন্দর অনুকবিতা লিখে বন্ধুদের আমন্ত্রণ জানাও অন্য  দিকে অন্য শব্দটিকে কেন্দ্র করে অন্য একটি দুই/ চার লাইনের অনুকবিতা লেখার জন্য। 
 
একটি ওয়ালপেপারে দুটি লেখার বেশি গ্রাহ্য করা হবে না।

অবশ্যই হ্যাশট্যাগে রেখো :
#upic92 #উষ্ণীষ #ushnish
#yqdada #yqbaba