Nojoto: Largest Storytelling Platform

"জাগরণ" পুরোনো ডাইরির পাতা ঘেঁটে যদি পাওয়া যায

"জাগরণ"



পুরোনো ডাইরির পাতা ঘেঁটে যদি পাওয়া যায়,
প্রিয় প্রজাপতির কবর,
আর নীচে লেখা আদিম তন্ত্র-যন্ত্র যোগে,
বাঁচিয়ে তোলার আহ্বান,
পচা-গলা হাড়ের কাঠামোয় অনুভূতির জীবাশ্ম,
আমি তবুও গেঁথে ফেলবো একটা একটা অস্থি-মজ্জা,
গড়বো নতুন করে,তার রূপ,
রাতের অন্ধকারে,চাঁদের জোৎস্না চুরি করে,
বাঁধবো তার খোঁপায়,
চোখের ওপর নীরব দৃষ্টি এঁকে জাগিয়ে তুলবো আবার.....
মৃত ঠোঁটে আবার উঠবে পরিচিত মৃদু লাস্যময়ী হাসি,
চোখের ওপর পড়বে চোখ,দৃষ্টিতে ঘনাবে বিষরাগ,
বিষকন্যার সামনে আনব সাপুড়ের বাঁশি। জাগরণ [পর্ব১]
#জা_গ_র_ণ
#আমাররাতকথাবলে #রূপক_কথা 
#bestyqbengaliquotes 
#yqdada #গল্পকবিতা #বাংলা
#erotica
 ছবি সংগৃহীত🖤
"জাগরণ"



পুরোনো ডাইরির পাতা ঘেঁটে যদি পাওয়া যায়,
প্রিয় প্রজাপতির কবর,
আর নীচে লেখা আদিম তন্ত্র-যন্ত্র যোগে,
বাঁচিয়ে তোলার আহ্বান,
পচা-গলা হাড়ের কাঠামোয় অনুভূতির জীবাশ্ম,
আমি তবুও গেঁথে ফেলবো একটা একটা অস্থি-মজ্জা,
গড়বো নতুন করে,তার রূপ,
রাতের অন্ধকারে,চাঁদের জোৎস্না চুরি করে,
বাঁধবো তার খোঁপায়,
চোখের ওপর নীরব দৃষ্টি এঁকে জাগিয়ে তুলবো আবার.....
মৃত ঠোঁটে আবার উঠবে পরিচিত মৃদু লাস্যময়ী হাসি,
চোখের ওপর পড়বে চোখ,দৃষ্টিতে ঘনাবে বিষরাগ,
বিষকন্যার সামনে আনব সাপুড়ের বাঁশি। জাগরণ [পর্ব১]
#জা_গ_র_ণ
#আমাররাতকথাবলে #রূপক_কথা 
#bestyqbengaliquotes 
#yqdada #গল্পকবিতা #বাংলা
#erotica
 ছবি সংগৃহীত🖤