বেনামী স্লোগান এক আজব গল্প বলবো বলে রাত বারোটায় সেল ফোন তুলে আমি শুনছি, হাজার মৃতের জয় জয় ধ্বনি আমি কানে তালা দিয়ে যাই ছুটে খিরকিতে , মাথা নাড়ি অন্ধের মত পেঁচানো সিড়িতে, হাতড়ে বেড়াই লুকিয়ে রাখা খনি খুঁড়ছি আমি মানব ভূমি জুড়ছি আমি , জুড়ছো তুমি ঘামা গায়ে ঠুকছি সেলাম জ্বলছে আমার মায়ের ভূমি জ্বলছি আমি , জ্বলছি তুমি মশাল হাতে ঠুকছি সেলাম তবে পাইনা পাইনা পাইনা খুঁজে স্বপ্ন যাচ্ছে স্রোতে মুছে দিচ্ছে তবে কিসে পিছু টান ? তবু চাইনা চাইনা চাইনা পেতে পুরনো সব গল্পে মেতে হারিয়ে যাওয়া বেনামী স্লোগান এক আজব ছবি আঁকবো বলবো বলে মাঝরাতে ঘোলাটে রং তুলে আমি আঁকছি, কালচে শরীর লালচে মনি আমি কানে তালা দিয়ে যাই ছুটে খিরকিতে , মাথা নাড়ি অন্ধের মত পেঁচানো সিড়িতে, দিচ্ছি আমি জয় জয় ধ্বনি খুঁড়ছি আমি মানব ভূমি জুড়ছি আমি , জুড়ছো তুমি ঘামা গায়ে ঠুকছি সেলাম জ্বলছে আমার মায়ের ভূমি জ্বলছি আমি , জ্বলছি তুমি মশাল হাতে ঠুকছি সেলাম তবে পাইনা পাইনা পাইনা খুঁজে স্বপ্ন যাচ্ছে স্রোতে মুছে দিচ্ছে তবে কিসে পিছু টান ? তবু চাইনা চাইনা চাইনা পেতে পুরনো সব গল্পে মেতে হারিয়ে যাওয়া বেনামী স্লোগান ©Satanik Sil #Wochaand বেনামী স্লোগান #song #lyrics #bengali #bengalisong #bengalilyrics #nojoto #nojotobengali #songlyrics