Nojoto: Largest Storytelling Platform

*আমার আমি* সময় এসেছে ফের চলে যাওয়ার, উপক্রম আবার

*আমার আমি*

 সময় এসেছে ফের চলে যাওয়ার,
উপক্রম আবার সেই মৌন হওয়ার।
একাকিত্বে বাঁধানো চার দেওয়াল,
মূখ হয়েছি, তাই আমি বেখেয়াল।
কিছু কিছু স্বপ্ন শুধু স্বপ্নই থেকে যায়,
কিছু অবাঞ্চিত চিন্তা শুধু দুরত্ব বাড়ায়।
শুধু ভালোবাসার লোভে থাকিবো সংযত,
আসলে কোনো সম্পর্ক থেকে হতে চাইনা বিরত।
বোকা বোকা পাগলামিতে হয়তো পাগল হয়েছি আমি,
কিন্তু পাগল হয়ে বেঁচে থাকার মিষ্টতা, হ্যাঁ আমি জানি। #poem
~আমার আমি~
*আমার আমি*

 সময় এসেছে ফের চলে যাওয়ার,
উপক্রম আবার সেই মৌন হওয়ার।
একাকিত্বে বাঁধানো চার দেওয়াল,
মূখ হয়েছি, তাই আমি বেখেয়াল।
কিছু কিছু স্বপ্ন শুধু স্বপ্নই থেকে যায়,
কিছু অবাঞ্চিত চিন্তা শুধু দুরত্ব বাড়ায়।
শুধু ভালোবাসার লোভে থাকিবো সংযত,
আসলে কোনো সম্পর্ক থেকে হতে চাইনা বিরত।
বোকা বোকা পাগলামিতে হয়তো পাগল হয়েছি আমি,
কিন্তু পাগল হয়ে বেঁচে থাকার মিষ্টতা, হ্যাঁ আমি জানি। #poem
~আমার আমি~