Nojoto: Largest Storytelling Platform

শিল্পী পথ ধরলেন;গ্রাম্য মেঠো পথ |দুধারে হরিয়ালি ক্

শিল্পী পথ ধরলেন;গ্রাম্য মেঠো পথ |দুধারে হরিয়ালি ক্ষেত,মাথার উপর স্বচ্ছ নীলের সামিয়ানা,আরও দূর দিগন্তপারে সরু ফিতের মতো মিশে গেছে নদী|শিল্পীর মনও তখন মিশে যেতে চাইছে এই নৈসর্গিক সমারোহের কাছাকাছি,পীচ রাস্তায় বিকল হয়ে দাঁড়িয়ে তাঁর সুইফ্ট গাড়িটা,ড্রাইভার বলেছে আরও ঘন্টা তিনেক,অগত্যা এতটা সময় শুধুই প্রকৃতির কাছে নিজেকে সমর্পণ|অসামান্য দৃশ্যপটগুলি ধরা থাক মনের ক্যানভাসে;তবু একটা চরম আফসোস এই সময় তাঁর কাছে রং-তুলি বা ছবি আঁকবার কোনও উপকরণই নেই;'বড্ডো ভুল হয়ে গেল',গাড়িতে গিয়ে একবার যদি... এমনটা ভাবতে ভাবতে তিনি যখন আরও খানিকটা নির্জনতার মুখোমুখি,আচমকাই তাঁর চোখ চলে গেল মস্ত বটের গুঁড়িতে হেলান দিয়ে বসে থাকা এক ভদ্রলোকের দিকে,অবিন্যস্ত চুলদাড়ি,বোতামহীন শার্ট,শূন্যের পানে নিক্ষিপ্ত সম্মোহিত দৃষ্টি | কিছু যেন বিড়বিড় করছে;শিল্পী কাছে যেতেই তাঁকে দেখে একগাল হাসি দিয়ে বললো--'দাদা আপনার কাছে একটুকরো কাগজ হবে?কয়েকটা লাইন লিখতাম'|
বেচারা শিল্পী নিজের অভাবের কথা তখন কাকেই বা শোনাবেন.....  #আজগদ্যকবিতা
#অভাব 

#challenge
#yqdada
শিল্পী পথ ধরলেন;গ্রাম্য মেঠো পথ |দুধারে হরিয়ালি ক্ষেত,মাথার উপর স্বচ্ছ নীলের সামিয়ানা,আরও দূর দিগন্তপারে সরু ফিতের মতো মিশে গেছে নদী|শিল্পীর মনও তখন মিশে যেতে চাইছে এই নৈসর্গিক সমারোহের কাছাকাছি,পীচ রাস্তায় বিকল হয়ে দাঁড়িয়ে তাঁর সুইফ্ট গাড়িটা,ড্রাইভার বলেছে আরও ঘন্টা তিনেক,অগত্যা এতটা সময় শুধুই প্রকৃতির কাছে নিজেকে সমর্পণ|অসামান্য দৃশ্যপটগুলি ধরা থাক মনের ক্যানভাসে;তবু একটা চরম আফসোস এই সময় তাঁর কাছে রং-তুলি বা ছবি আঁকবার কোনও উপকরণই নেই;'বড্ডো ভুল হয়ে গেল',গাড়িতে গিয়ে একবার যদি... এমনটা ভাবতে ভাবতে তিনি যখন আরও খানিকটা নির্জনতার মুখোমুখি,আচমকাই তাঁর চোখ চলে গেল মস্ত বটের গুঁড়িতে হেলান দিয়ে বসে থাকা এক ভদ্রলোকের দিকে,অবিন্যস্ত চুলদাড়ি,বোতামহীন শার্ট,শূন্যের পানে নিক্ষিপ্ত সম্মোহিত দৃষ্টি | কিছু যেন বিড়বিড় করছে;শিল্পী কাছে যেতেই তাঁকে দেখে একগাল হাসি দিয়ে বললো--'দাদা আপনার কাছে একটুকরো কাগজ হবে?কয়েকটা লাইন লিখতাম'|
বেচারা শিল্পী নিজের অভাবের কথা তখন কাকেই বা শোনাবেন.....  #আজগদ্যকবিতা
#অভাব 

#challenge
#yqdada
jayantaroy2876

Jayanta Roy

New Creator